জাতীয় জাদুঘর মিলনায়তনে কবীর সুমনের গানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হলেও ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অনুমতি মেলেনি।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। অতি গুরুত্বপূর্ণ স্থাপনা এলাকা হওয়ায় ওই স্থানে গানের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তবে অন্য কোথাও অনুষ্ঠানটির আয়োজন করা হলে, অনুমতির বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার।
কবীর সুমনের গানের অনুষ্ঠান আয়োজন করেছে পিপহোল নামের একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কবীর সুমন এরইমধ্যে কলকাতা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন। জাতীয় জাদুঘর মিলনায়তনে ১৫, ১৮ ও ২১ অক্টোবর তিনটি অনুষ্ঠানে তাঁর গান গাওয়ার কথা। যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হলো।
অনুষ্ঠানটি উপলক্ষে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আয়োজন ঘিরে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতি শোতে পাঁচ শতাধিক দর্শক ভেন্যু থেকে অনুষ্ঠানটি উপভোগ করবেন। এছাড়া বাংলাদেশের বাইরে পশ্চিমবঙ্গ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেসবুক লাইভে অনুষ্ঠানটি উপভোগ করা যাবে। গত শুক্রবার টিকিট ছাড়া হয়েছে, টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে।

বিজ্ঞাপন
অনুমতি না পাওয়ার বিষয়ে আয়োজক প্রতিষ্ঠানের সূত্রে জানা যায়, তারা এখনো কবীর সুমনের গানের অনুষ্ঠানের বিষয়ে অনুমতি পাননি। আয়োজক প্রতিষ্ঠান অনুষ্ঠানের অনুমতি পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
এর আগেও বেশ কয়েকবার ঢাকায় গাইতে এসেছেন কবীর সুমন। সর্বশেষ এসেছিলেন ২০০৯ সালে। ১৯৯২ সালে প্রকাশিত কবীর সুমনের প্রথম আধুনিক গানের অ্যালবাম ‘তোমাকে চাই’ প্রকাশের ৩০ বছর পূর্তি হয়েছে এ বছর। এ উপলক্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশে গাইতে এসেছেন তিনি। অনুষ্ঠানের নাম তাই রাখা হয়েছে, ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদযাপন, সুমনের গান ও বাংলা খেয়াল’।

