শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ঢাকা

রাম সেতু বাঁচানোর মিশনে অক্ষয়— ট্রেলার প্রকাশ্যে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

রাম সেতু বাঁচানোর মিশনে অক্ষয়— ট্রেলার প্রকাশ্যে

প্রকাশ পেয়েছে ‘রাম সেতু’ সিনেমার ট্রেলার। ছবিতে অক্ষয় কুমার, নুসরাত বারুচা ও জ্যাকুলিন ফার্নান্দেজ একসঙ্গে অভিনয় করেছেন।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে ‘রাম সেতু’র ট্রেলার পোস্ট করেন অক্ষয়। ছবির প্রথম ঝলক যখন প্রকাশ্যে আসে, তা প্রত্যেকে পছন্দ করেন। এবার সবাই ট্রেলারও ভালবাসবেন বলে আশা প্রকাশ করেন অক্ষয় কুমার। আগামী ২৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘রাম সেতু’। পরিবারের সঙ্গে প্রত্যেকে যাতে সিনেমা হলে গিয়ে এই ছবি দেখেন, সেই আশাও প্রকাশ করতে দেখা যায় অক্ষয় কুমারকে।


বিজ্ঞাপন


দুই মিনিট ৯ সেকেন্ডের যে ট্রেলার প্রকাশ্যে এসেছে ‘রাম সেতু’র, সেখানে অক্ষয় কুমারকে একটি আর্কিওলজিক্যাল মিশনে পাঠানো হচ্ছে বলে তুলে ধরা হয়। যেখানে অক্ষয় কুমারকে একাধিক বাধার মুখে পড়তে হয়। ট্রেলারে অক্ষয়কে বলতে শোনা যায়, বিশ্ব জুড়ে রামচন্দ্রের বহু মন্দির রয়েছে কিন্তু রাম সেতু একটাই।

অক্ষয় কুমারকে কেন এই আর্কিওলজিক্যাল মিশনে পাঠানো হয়— তা বলতে শোনা যায় নুসরাত বারুচাকে। তবে অক্ষয়ের সঙ্গে এই মিশনে অংশ নেন জ্যাকুলিন ও সত্য দেব। ট্রেলারের শেষে দেখা যায়, মাঝ সমুদ্র থেকে উঠে আসছেন অক্ষয়। যেখানে তাকে একটি বিশালকার পাথর কাঠে নিয়ে সমুদ্র থেকে উঠে আসতে দেখা যায়।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর