মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নভেম্বরে বসবে বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের আসর। তার মানে হাতে আর মাত্র কয়েকটা দিন। এরইমধ্যে শুরু হয়ে গেছে উন্মাদন। বরবারের মতো এবারও থাকছে জমকালো আয়োজন।

এর আগে জেনিফার লোপেজ ও শাকিরার মতো বিশ্ব তারকারা উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়েছেন। এবারের আসরে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি। সেখানে তিনি গানের সঙ্গে কোমর দোলাবেন। হিন্দিতে গানও গাইবেন এ আইটেম গার্ল। ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের মঞ্চে কেউ হিন্দি গান গাইবেন।


বিজ্ঞাপন


ফিফার সংগীত প্রযোজনা করে থাকে রেডওয়ান নামের একটি প্রতিষ্ঠান। তারাই নোরার গানের দায়িত্বে। পেশাদার জীবনেও মাইলফলক গড়তে চলেছেন অভিনেত্রী। নিউ ইয়র্কের অভিনেত্রী-গায়িকা জেনিফার, কলম্বিয়ার তারকা শাকিরার সঙ্গে এক সারিতে চলে এলেন তিনি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন