শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন ‘পরাণ’কে ছাড়িয়ে যায়: মিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৩:০০ পিএম

শেয়ার করুন:

ঠাকুরের কাছে প্রার্থনা ‘দামাল’ যেন ‘পরাণ’কে ছাড়িয়ে যায়: মিম

আকাশে তুলোর মতো সাদা মেঘ আর বনে বনে থোকা থোকা শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। পাড়ায় পাড়ায় শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এসময় পূজার পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন। উৎসবটি দোল দিয়েছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের মনে। কাজকে ছুটি দিয়ে নেমে পড়েছেন পূজা উদযাপনে।

এবারের পূজা কেমন কাটছে— জানতে চাইলে ঢাকা মেইলকে মিম বলেন, ‘বেশ ভালো কাটছে। আজ মহা সপ্তমী। সকালে পূজা করে এসেছি। বসুন্ধরার মণ্ডপে গিয়েছিলাম। এরপর যাব বনানী। তারপর যাব কুমিল্লা।’


বিজ্ঞাপন


mim

বিয়ের পর প্রথম পূজা এবার। তাই আয়োজন ও আনন্দে রয়েছে বৈচিত্র। এই অভিনেত্রী বলেন, ‘বরের সঙ্গে এবারই প্রথম পূজা। তাই ভালো লাগাটা বেশি। এবার ভালোবাসার মানুষটা পাশে রয়েছে। সেই সঙ্গে দায়িত্বটাও বেড়েছে। আগে পূজা শুধু মায়ের বাড়িকে কেন্দ্র করে ছিল। এখন শ্বশুর বাড়ি যোগ হয়েছে। উনাদের সঙ্গে পূজা কাটাতে কুমিল্লা যাব।’

পূজায় মিম তার বরকে পাঞ্জাবি দিলেও বর তাকে এখনও কিছু দেননি। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিদিনই গিফট আসছে আমার জন্য। ওর জন্যও আসছে। বিভিন্ন অনলাইন পেজ থেকে অনেকগুলো পোশাক এসেছে। এসব দেখে ও বলছে, তুমি তো অনেক গিফট পেয়েছ। আমি আর দিয়ে কী করব? মানে কাটিয়ে যাওয়ার চেষ্টা করছে আর কী।’

mim


বিজ্ঞাপন


অসংখ্য গিফটের অজুহাতে স্বামীর উপহারটা যদি অধরাই থেকে যায় সেক্ষেত্রে মীমের অবস্থান কী হবে— প্রশ্নটির উত্তরে বলেন, ‘কিছু না কিছু তো দিতেই হবে। না দিয়ে তার উপায় নেই। নইলে বলবো ঘুরতে নিয়ে যেতে হবে।’

চলতি মাসের ২৮ তারিখ প্রেক্ষাগৃহে আসবে মিম অভিনীত ‘দামাল’ সিনেমাটি। এবার পূজায় তার অন্যতম প্রার্থনা ‘দামাল’-এর সফলতা। তিনি বলেন, “এরইমধ্যে আমরা জোরেশোরে প্রচারণা শুরু করে দিয়েছি। আশা করি, ‘পরাণ’কে ছাড়িয়ে যাবে ‘দামাল’। আমি ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছি ‘দামাল’ যেন ‘পরাণ’কে ছাড়িয়ে যায়। ছবিটি যেন দর্শকের ভালোবাসায় সিক্ত হয়।”

mim

সবশেষে মিম অনুরাগীদের পূজার শুভেচ্ছা জানান। সেইসঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে ‘দামাল’ দেখার আহবান জানান। ‘পরাণ’-এর মতো এই ছবির জন্যও সবার ভালোবাসা কামনা করেন তিনি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর