মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অর্থাভাবে আকবরের চিকিৎসা বন্ধের পথে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

অর্থাভাবে আকবরের চিকিৎসা বন্ধের পথে

বেশ কিছুদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সংগীতশিল্পী আকবর। কিডনিসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। একাধিকবার অস্ত্রপচার করা হলেও শরীর কথা শুনছিল না। ঠিক যে মুহূর্তে পায়ের পচন বন্ধ হলো তখন টান পড়ল অর্থে। চিকিৎসার খরচ মেটাতে না পেরে অসুস্থ আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্ত্রী। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই জানিয়েছেন।

শুরুতেই আকবরের শারীরিক পরিস্থিতির কথা এই গায়কের ফেসবুকে তুলে ধরে তার স্ত্রী লিখেছেন, ‘অথৈর (আকবরের মেয়ে) আব্বুর শারীরিক অবস্থা খুব একটা ভালো না। তারপরও ভালো খবর পায়ের ইনফেকশনটা আটকানো গেছে। আপাতত পা রেখেই চিকিৎসা চালানো যাবে।’


বিজ্ঞাপন


এরপর অর্থাভাবে আকবরের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না উল্লেখ করে তিনি লেখেন, ‘আমার পক্ষে হাসপাতালে রেখে চিকিৎসা চালানো একেবারেই অসম্ভব। গত ১৩ দিন কীভাবে চিকিৎসার খরচ চালিয়েছি সেটা শুধু আমি আর আমার মেয়ে জানি। এই ব‍্যয়বহুল চিকিৎসা আমি আর চালাতে পারছি না। তাই আজ নিজ জিম্মায় অথৈর বাবাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি।’

সবশেষে নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন আকবরের স্ত্রী। বিনা চিকিৎসায় স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন উল্লেখ করে লিখেছেন, ‘আল্লাহ আমাকে আজ কঠিন এক বিপদের মুখোমুখি করেছে। এই বিপদ থেকে আমি কীভাবে রক্ষা পাব, আর কখনও অথৈর বাবাকে আমি সুস্থ করতে পারব কি না— আমি নিজেও জানি না। সত‍্যিই খুব অসহায় আমি। নিজের স্বামীকে বিনা চিকিৎসায় মৃত‍্যুর মুখে ঠেলে দিচ্ছি।’

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর