শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

অস্কারে বইবে ‘হাওয়া’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

অস্কারে বইবে ‘হাওয়া’

সফলতার মুকুটে নতুন পালক যুক্ত হলো ‘হাওয়া’ সিনেমার। অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯৫তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশি ভাষা) প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছে এই ছবি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের পক্ষ থেকে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের ২৯ জুলাই। মুক্তির পর সিনেমাটি সাড়া ফেলে দেয়। বলা যায়, দেশের সিনেমায় নতুন জোয়ার সৃষ্টি করেছে এটি। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান। আবহ সংগীতে ছিলেন রাশিদ শরীফ শোয়েব এবং সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী।


বিজ্ঞাপন


অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৩ সালের ১২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৫তম অস্কারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেগুলোরই একটি।

/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর