শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ড্রাগ ডিলার বাঁধন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

ড্রাগ ডিলার বাঁধন

ওপার বাংলার ওটিটি মাধ্যমে আগেই নাম লিখিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কুড়িয়েছেন প্রশংসা। এবার দেশের ওটিটি মাধ্যমে জৌলুস ছড়াবেন তিনি। যুক্ত হয়েছেন ‘গুটি’ নামক একটি ওয়েব সিরিজে। এটি নির্মাণ করবেন শঙ্খ দাসগুপ্ত। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বাঁধন নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি খুব খুশি আর কৃতজ্ঞ যে নারী চরিত্র প্রধান রেখে গল্প তৈরি করা হয়েছে।’


বিজ্ঞাপন


এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ফিমেল লিডের কাজ চলে না, কথাটা আসলে শুনতে চাই না। কারণ এই কথাটা আমি যখন শুনেছি তখন প্রচণ্ড হার্ট হয়েছি। আমি বিশ্বাস করি আগামী ১-২ বছরের মধ্যে এই ধারণার পরিবর্তন হবে। আমরা আমাদের কাজ দিয়েই এই চিন্তার পরিবর্তন করতে পারব। দর্শককেও নতুন কিছু দিতে পারব।’

‘গুটি’ নিয়ে বেশ উচ্ছ্বসিত বাঁধন। তা বোঝা যায় তার কথায়। তিনি বলেন, ‘প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম আমি করেছিলাম। কী ওড়না পরব, কী রঙের কাপড় পরব, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে— এসব নিয়ে পরিচালকের সঙ্গে আমার ব্যাপক আলোচনা হয়েছে। তা ছাড়া আমরা সবাই নিয়মিত একসঙ্গে বসে রিহার্সেল করছি। রিহার্সেলটা প্রপার হলে শুটিংয়ে গিয়ে কষ্টটা অনেক কমে যায়।’

‘গুটি’র মাধ্যমেই বাঁধনের সঙ্গে প্রথম কাজ হতে চলেছে শঙ্খ দাসগুপ্তর। তিনি বলেন, ‘কাজটির জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিংদের নিয়ে প্রতিদিন রিডিং রিহার্সেল হচ্ছে।’

মাদক কারবারির গল্প উঠে আসবে ‘গুটি’তে। এখানে কেন্দ্রিয় চরিত্রে থাকবেন বাঁধন। সুলতানা নামের এক ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করবেন তিনি।


বিজ্ঞাপন


নির্মাতা জানান, শুটিংয়ের পূর্ব মুহূর্তের শেষ ধাপের প্রস্তুতি চলছে এখন। শিগগিরই চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন স্থানে দৃশ্য ধারণ করা হবে সিরিজটির।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর