জাহারা মিতুর কথায় গাইলেন আসিফ

একের ভিতর অনেক গুণের সমাহার যেন জাহারা মিতু। একাধারে মডেল, উপস্থাপক ও অভিনেত্রী তিনি। এবার আত্মপ্রকাশ করলেন গীতিকার হিসেবে। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর। নির্মিতব্য ‘শত্রু’ সিনেমায় ব্যবহৃত হয়েছে গানটি।
গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। এতে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী অঙ্কিতা।
এ প্রসঙ্গে মিতু বলেন, “আমি ‘যাও পাখি’ নামে একটা গান লিখেছিলাম। গানটা ‘শত্রু’ সিনেমার পরিচালক সুমন ধর দেখে খুব পছন্দ করেছেন। তিনি সিনেমায় গানটি রাখতে ইচ্ছা প্রকাশ করেন। গতকাল সোমবার সারাদিন এফডিসিতে গানটির শুটিং হয়েছে।”
সিনেমাটিতে বাপ্পীর সঙ্গে জুটি বেধে অভিনয় করেছেন জাহারা মিতু। এখানে বখে যাওয়া মাদকাসক্ত এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাকে। বাপ্পী, মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর।
বর্তমানে চলচ্চিত্র নিয়েই ব্যস্ত আছেন মিতু। শত্রু ছাড়াও ‘আগুন’, ‘কমান্ডো’, ‘কুস্তিগীর’, ‘শত্রু’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’সহ বেশকিছু সিনেমার কাজ করছেন তিনি।
আরআর