বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

রাশিয়ার ওপর হলিউড প্রযোজকদের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

রাশিয়ার ওপর হলিউড প্রযোজকদের নিষেধাজ্ঞা
‘দ্য ব্যাটম্যান’ ছবির পোস্টার । ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলার প্রতিবাদে একের পর নিষেধাজ্ঞার মুখে পড়ছে রাশিয়া। এবার হলিউড প্রযোজকরা দেশটির ওপর ক্ষোভ উগড়ে দিলেন। রাশিয়াতে কোনো সিনেমা মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন তারা। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার হলগুলোতে নিজেদের সব সিনেমার মুক্তি আটকে দিয়েছে বিনোদন কোম্পানি ওয়ার্নার ব্রাদার্স, ডিজনি ও সনি।

ওয়ার্নার ব্রাদার্সের ব্লকবাস্টার সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ সারাবিশ্বে মুক্তি পাচ্ছে ৪ ফেব্রুয়ারি। রাশিয়ার দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে উন্মাদনা থাকলেও সেখানে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এছাড়া ডিজনির ‘টার্নিং রেড’ এবং সনির তৈরি ‘মরবিয়াস’ সিনেমাটি নির্ধারিত সময়ে মুক্তি পাবে না।


বিজ্ঞাপন


Turning Red
‘টার্নিং রেড' ছবির পোস্টার । ছবি: সংগৃহীত

ওয়ার্নার ব্রাদার্সের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, “ইউক্রেনে মানবিক সংকটের কারণে ওয়ার্নার মিডিয়া রাশিয়ায় তাদের ফিচার ফিল্ম ‘দ্য ব্যাটমান’- এর মুক্তি স্থগিত করেছে।”

ডিজনির এক বিবৃতিতে বলা হয়, ‘বিনা উস্কানিতে ইউক্রেনে আগ্রাসন এবং মর্মান্তিক মানবিক সংকটের কারণে আমরা রাশিয়ার প্রেক্ষাগৃহে সিনেমাগুলোর মুক্তি স্থগিত করে দিচ্ছি।’

সনি করপোরেশন তাদের ‘মার্ভেল এন্টারটেইনমেন্ট’- এর সঙ্গে যৌথভাবে নির্মিত ‘মরবিয়াস’ সিনেমার মুক্তিও রাশিয়ায় স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে।


বিজ্ঞাপন


সনির মুখপাত্র বিবিসিকে বলেন, ‘ইউক্রেনে চলমান সামরিক পদক্ষেপ এবং এর ফলে ওই অঞ্চলে মানবিক সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে, আমরা রাশিয়ায় সিনেমা মুক্তির পরিকল্পনা স্থগিত করব।’

Morbius
‘মরবিয়াস’ ছবির পোস্টার । ছবি: সংগৃহীত

এদিকে গেল রোববার অনুষ্ঠিত ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বেশ কয়েকজন বিখ্যাত তারকা ইউক্রেনের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন। তাদের সবার বক্তব্য, ‘যুক্তরাষ্ট্রে আমরা একটা সুন্দর সন্ধ্যা কাটাচ্ছি, কিন্তু ওদিকে রাশিয়া বা ইউক্রেনে আমাদের সহকর্মী এবং সাধারণ মানুষ আতঙ্ক ও উৎকণ্ঠায় বিনিদ্র রজনী কাটাচ্ছেন। এই যুদ্ধ বিশ্বের কারও কাম্য নয়। আমরা সবাই যুদ্ধবিদ্ধস্ত দেশের নাগরিকদের সঙ্গে আছি। তাদের মঙ্গলকামনায় প্রর্থনা করছি।’ 

bendict
অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ । ছবি: সংগৃহীত

অভিনেতা বেনেডিক্ট কাম্বারব্যাচ হলিউডের ওয়াক অব ফেম-এ দাঁড়িয়ে প্রায় একই বার্তা দিয়েছেন। নিজের দেশের সরকারের নীতির সমালোচনা করে তিনি বলেছেন, ‘এভাবে মুখ ফিরিয়ে থাকা আর উচিৎ নয়। ইউক্রেন ও রাশিয়ার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। রাশিয়ায় যারা দেশের সরকারের এই সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন এবং ইউক্রেনের সাধারণ নাগরিক, যারা রাশিয়ার এই আগ্রাসনের শিকার— সকলের পাশেই এই সময়ে আমাদের দাঁড়ানো উচিত।’

রাশিয়ার ওপর বিনোদন দুনিয়ার এই নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া হলিউডের সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন সেখানকার জনগণ। তাই যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধের আহ্বান তাদের। 

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর