শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নারী প্রতিযোগীর সঙ্গে অশোভন আচরণ, স্বীকার করলেন চিশতী বাউল

রাফিউজ্জামান রাফি
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

নারী প্রতিযোগীর সঙ্গে অশোভন আচরণ, স্বীকার করলেন চিশতী বাউল
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি অংশের মেন্টর সংগীতশিল্পী সেলিম খান। অন্য দলের মেন্টর হিসেবে রয়েছেন কুদ্দুস বয়াতী। দলটির অ্যাসিস্ট্যান্ট মেন্টর কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আয়োজিত সংগীত ভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘ম্যাজিক বাউলিয়ানা’য় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় গায়ক শামসেল হক চিশতী ওরফে চিশতী বাউল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখে যায়, তিনি প্রতিযোগী হিসেবে গান করছেন। তার সামনে বিচারকের আসনে যারা আছেন জনপ্রিয়তা এবং বয়সের মাপকাঠিতে তিনি তাদের কারও সমান, আবার কাউকে ছাপিয়ে গেছেন। বিষয়গুলো নেটিজেনদের কাছে দৃষ্টিকটু লেগেছে। তারা বলছেন, এর মাধ্যমে তাকে অপমান করা হয়েছে।  


বিজ্ঞাপন


প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের একটি অংশের মেন্টর সংগীতশিল্পী সেলিম খান। অন্য দলের মেন্টর হিসেবে রয়েছেন কুদ্দুস বয়াতী। দলটির অ্যাসিস্ট্যান্ট মেন্টর কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। হাঁটুর বয়সী রাব্বির অধীনে প্রতিযোগী চিশতী বাউল— এটা দেখেই শুরু হয় তুমুল বিতর্ক। নেটাগরিকরা বিচারক থেকে শুরু করে কাউকে ছেড়ে কথা বলতে দ্বিধা করছেন না। রাব্বিকে তির্যক বাক্যবাণে তুলোধুনো করেছেন তারা।

Chishti baul

কামরুজ্জামান রাব্বির ব্যাখ্যা:

বিষয়টি নজরে আসতেই নেটাগরিকদের এমন আক্রমণাত্মক মন্তব্য মেনে নিতে পারেননি রাব্বি। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুক থেকে লাইভে আসেন তিনি।


বিজ্ঞাপন


এ সময় ঘটনার ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, “চিশতী সাহেব প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন শুনে আমরা এবং অনুষ্ঠানটির কর্তৃপক্ষ অবাক হই। তখনই তার সঙ্গে আমরা কথা বলি। তিনি দেশের একজন প্রতিষ্ঠিত সংগীতশিল্পী, এখানে নাম লেখানোটা তার জন্য অপমানজনক বোঝানোর চেষ্টা করলেও তিনি বোঝেননি। উল্টো অভিযোগ করেছেন ‘গান বাংলা’ টিভি চ্যানেল তার গান ভালো করে প্রচার করেনি। নিজের গানগুলোর প্রচার করতেই তিনি এখানে এসেছেন। তারপরও নিবৃত করার চেষ্টা করলে তিনি জেদের বশবর্তী হয়ে থেকে যান।”

Kamruzzaman Rabbi

এরপরই রাব্বি বিস্ফোরক মন্তব্য করেন চিশতী বাউল সম্পর্কে। অন্যান্য প্রতিযোগীর সঙ্গে তার অসদাচরণের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি অন্য প্রতিযোগীর সঙ্গে নোংরা আচরণ করেছেন। বিশেষ করে নারী প্রতিযোগীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা প্রকাশের অযোগ্য। তার এসব আচরণের সাক্ষী কদ্দুস বয়াতি। এসব দেখার পর থেকে তার প্রতি শ্রদ্ধাবোধ চলে গেছে। একজন শিল্পী চিশতী বাউল শ্রদ্ধার পাত্র হলেও ব্যক্তি চিশতী বাউল আমার কাছে খুব নোংরা মানসিকতার এবং শ্রদ্ধার অনুপযোগী।’

রাব্বীর বক্তব্য শুনে কুদ্দুস বয়াতী যা বললেন:

চিশতী বাউলের বিরুদ্ধে রাব্বির আনীত অভিযোগের সত্যতা যাচাইয়ে কুদ্দুস বয়াতীর সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি এতটা অস্বাভাবিক না উল্লেখ করে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘চিশতী বাউলের বয়স হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যরা তার নাতি-নাতনির বয়সী। নাতি-নাতনিদের সঙ্গে তো কতরকম ঠাট্টা-তামাশাই করা যায়। চিশতী সরল মনে সেটাই করেছেন। এটাকে নোংরাভাবে দেখার কিছু নেই।’

এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন রাব্বির প্রতি। বিষয়টি উপস্থাপন করা তার উচিত হয়নি উল্লেখ করে বলেন, ‘সে কেন ফেসবুকে এসে এসব বলতে গেল? এটা তার কখনও উচিত হয়নি। সে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে, এটা তার ভুল।’

Kuddus

চিশতী বাউল সম্পর্কে বিচারকের মন্তব্য:

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করছেন সংগীতশিল্পী শফি মণ্ডল। চিশতী বাউল কি সত্যি নারী প্রতিযোগীদের সঙ্গে আপত্তিকর ব্যবহার করেছেন— জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যারা বিচারক তারা তো শুধু বিচারকার্য পরিচালনার সময় থাকি। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাই অন্য সময় ক্যাম্পে কী হলো সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

Shofi

প্রতিযোগিতাটির সঙ্গে আপনার সম্পৃক্ততা রয়েছে। সেখানে অশোভনীয় কিছু হলে আপনার কানে আসা স্বাভাবিক। সেরকম কিছু শুনেছেন কি— জবাবে শফি মণ্ডল বলেন, ‘হ্যাঁ, চিশতী বাউল থাকাকালীন তার সম্পর্কে কিছু নেতিবাচক কথা আমার কানে এসেছে। কিন্তু তিনি দেশের একজন বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রবীণ ব্যক্তি বলে আমি বিষয়টি এড়িয়ে গিয়েছি।’

চিশতী বাউল যা বললেন:

বিষয়টি নিয়ে চিশতী বাউলের সঙ্গে যোগাযোগ হলে বিরক্তি প্রকাশ করেন তিনি। তবে প্রতিযোগীদের সঙ্গে নোংরামীর প্রসঙ্গটি স্বীকার করেন। অনেকটা উদাস সুরে চিশতী বলেন, ‘আমি তো মানুষ ভালো না, খারাপ মানুষ। ছোটবেলা থেকেই আমি খারাপ।’

রাব্বির আরও একটি অভিযোগ, নারী প্রতিযোগীদের নিয়ে নোংরা মন্তব্য করেছেন আপনি। আসলে কি তাই— জবাবে বর্ষীয়ান এই বাউল বলেন, ‘আমি তো যা বলার সবার সামনেই বলেছি। কাউকে তো আর গোপনে ডেকে নিয়ে কিছু বলিনি।’

Chishti

দেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হয়েও প্রতিযোগিতায় কেন অংশ নিলেন— উত্তরে তিনি বলেন, ‘গান বাংলা চ্যানেল আমার গান আংশিক প্রচার করেছে। মূলত গানগুলোর প্রচারের উদ্দেশ্যেই আমি গিয়েছিলাম।’

অনেকের ধারণা আপনি টাকার লোভে প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিলেন। প্রসঙ্গটি তুলতেই তিনি বলেন, “রুনা লায়লার একটি গান আছে, ‘সবাই ঘুরে টাকার পিছে আমি ঘুরলে দোষ কী?’ আমার কথাও তাই।”

সবশেষে চিশতী বাউল স্বীকার করেন, তিনি না বুঝে প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করেছিলেন। তারই খেসারত হিসেবে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর