শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘কাজলরেখা’য় বাঙালি ঐতিহ্য তুলে ধরবেন সেলিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১০:৫০ এএম

শেয়ার করুন:

‘কাজলরেখা’য় বাঙালি ঐতিহ্য তুলে ধরবেন সেলিম
সংবাদ সম্মেলনে চলচ্চিত্র সংশ্লিষ্টরা । ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন মৈমনসিংহ গীতিকা। এতে ১০টি গীতিকা স্থান পেয়েছে। তারমধ্যে ‘কাজলরেখা’ অন্যতম। বাংলা লোক সাহিত্যের এই ঐতিহ্যবাহী নিদর্শন অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন গিয়াস উদ্দিন সেলিম। 

বুধবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘কাজলরেখা’ সিনেমার বিষয়ে বিস্তারিত জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন পরিচালকসহ সংশ্লিষ্টরা। ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই।


বিজ্ঞাপন


সবকিছু ঠিক থাকলে এপ্রিলে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন গিয়াস উদ্দিন সেলিম। তিনি বলেন, “মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা থেকে ছবিটি নির্মাণ করছি। তখন নয় বছর বয়স হলেই সামাজিক নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দেওয়া হত। কাজলরেখার বয়স যখন নয় বছর ,তখন এক নতুন গল্প তৈরি হয়— এটিই আমার সিনেমার মূল গল্প। 

সেলিম জানান, এই ছবির গল্পটি নিয়ে তিনি ১১ বছর ধরে কাজ করছেন। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় সিনেমাটি। এজন্য তিনি বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

এই ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী। এটি তার প্রথম সিনেমা। তাই স্বাভাবিকভাবে সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত তিনি। মন্দিরা বলেন, “একটি রূপকথার গল্পের ছবি ‘কাজলরেখা’। প্রায় চার শ বছর আগের কাহিনি। আসলে আমি এই কাজটি নিয়ে বেশ স্বপ্ন দেখছি। এটি আমার জীবনের প্রথম বড় কাজ। আমি খুবই আনন্দিত, আমার শৈশবের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে ভালো অভিনয়ের চেষ্টা করব।’ 

ছবি কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করবেন শরিফুল রাজ। তিনি বলেন, ‘কিছুদিন আগেই নির্মাতা সেলিম ভাইয়ের সঙ্গে একটা সিনেমা করেছি। তার পুরো টিম চমৎকার। সবাই খুব ডেডিকেশন নিয়ে কাজ করেন। আমি তার স্বপ্নের সঙ্গে থাকতে পারছি, তাই ভালো লাগছে।’


বিজ্ঞাপন


ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন মিথিলা। তিনি বলেন, ‘গিয়াস উদ্দিন সেলিম গুণী একজন নির্মাতা। তার সঙ্গে আগে কখনও কাজ করা হয়নি। যদিও ইচ্ছা ছিল সবসময়। হয়ে উঠছিল না। অবশেষে তার পরিচালনায় কাজ করতে যাচ্ছি। ছবিতে আমি নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করব। ব্যক্তিগতভাবে চরিত্রটি আমার অনেক পছন্দের। এধরনের একটি চরিত্র খুঁজছিলাম এতদিন ধরে।’

জানা গেছে, বাঙালির ঐহিত্যের সঙ্গে তখনকার স্থাপত্যরীতি, পোশাক কেমন ছিল— তাও উঠে আসবে চলচ্চিত্রে। সেই সময়কে ধরতে বেশ সময় নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন সেলিম।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর