শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

সমকামি চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তা নই, জানালেন নয়না

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ মার্চ ২০২২, ০৪:৫৩ পিএম

শেয়ার করুন:

সমকামি চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তা নই, জানালেন নয়না
কোলাজ: ঢাকা মেইল

সমকামিতা নিয়ে বলিউডে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। ব্যবসাসফলও হয়েছে সেগুলো। সেই ধারাবাহিকতায় এবার ভারতে প্রথমবারের মতো নারী সমকামি তথা লেসবিয়ান ক্রাইম থ্রিলার সিনেমা নির্মাণ করলেন রামগোপাল ভার্মা। ছবির নাম ‘ডেঞ্জারাস খত্রা’। প্রাপ্তবয়স্কদের উপযোগী এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার মেয়ে নয়না গাঙ্গুলী। 

ছবিতে একাধিকবার সহশিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ হতে হয়েছে নয়নাকে। তিনি জানান, বাস্তবে সমকামি না হওয়ায় চরিত্রটি করতে কিছুটা সমস্যায় পড়তে হয়েছে। তবে অভিনয়ে সেরাটা দিতে এধরনের চরিত্রে অভিনয় করা অভিনয়শিল্পীদের সাক্ষাৎকার পড়েছেন। জেনেছেন তাদের অভিজ্ঞতা।


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়না বলেন, ‘আমি জানি আয়ুষ্মান খুরানা, রাধিকা আপ্তের মতো অভিনেতা-অভিনেত্রীরা ক্যারিয়ারের কোনো না-কোনো সময়ে সমকামি চরিত্রে অভিনয় করেছেন। তাদের সাক্ষাৎকার পড়েছি। কাজ দেখেছি। এটাও জেনেছি দর্শক তাদের সাপোর্ট করেননি অনেক সময়। সেই ফ্রিনেস পেতে একটু সময় লেগেছে আমারও।’

Naina Ganguly
নয়না গাঙ্গুলী । ছবি: ফেসবুক

তিনি আরও বলেন, ‘আমি নিজে একজন অভিনয়শিল্পী। অভিনয় করাই আমার কাজ। এটা করতে গিয়ে অনেক ধরনের চরিত্রই করতে হয়। বাস্তব জীবনের সঙ্গে তার কোনোটাই ম্যাচ করে না। আমি পুরুষদের প্রতি আকৃষ্ট হই। মহিলাদের প্রতি একেবারেই হই না। আগেও পর্দায় চুম্বন করেছি, বিছানায় অন্তরঙ্গতা দেখিয়েছি— সবটাই করেছি চূড়ান্ত পেশাদারিত্ব থেকে। এই ছবির ক্ষেত্রেও সেটাই করেছি। কোনোসময় মনে হয়নি আমি নিজে লেসবিয়ান কিংবা বাই-সেক্সচুয়াল। অভিনয় করার সময় আমি ব্ল্যাঙ্ক মানুষ। আমার চিত্রনাট্য যা চাইবে, আমি তাই করব।’

অন্তরঙ্গ দৃশ্য শ্যুটিংয়ের সময় সব মানুষ সেট থেকে বের করে দেওয়া হয়েছিল বলে জানান নয়না। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, সংলাপ বলার সিনগুলোয় সেটে ইউনিটের অনেকেই ছিলেন। কিন্তু অন্তরঙ্গ দৃশ্য শুটিংয়ের সময় রামগোপাল স্যার এবং আমাদের ডিওপি কেবল ছিলেন। হেয়ার স্টাইলিস্টরাও সেখানেই থাকতেন। অন্যদের বের করে দেওয়া হত লোকেশন থেকে।’


বিজ্ঞাপন


Dengerous Khatra
‘ডেঞ্জারাস খত্রা’ সিনেমার পোস্টার । ছবি: ফেসবুক

গেল ফেব্রুয়ারিতে ‘ডেঞ্জারাস খত্রা’ সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে রাম গোপাল ভার্মা লিখেছিলেন, “দারুণ খবর। ‘ডেঞ্জারাস খাত্রা’সেন্সরের ছাড়পত্র পেল। মাননীয় সুপ্রিম কোর্ট ৩৭৭ ধারা বাতিল করার পর থেকে এটি ভারতের প্রথম লেসবিয়ান ব্যাকগ্রাউন্ড ফিল্ম।”

রাম গোপাল ভার্মার অন্যান্য ছবির তুলনায় ‘ডেঞ্জারাস খাত্রা’ অনেক বেশি বোল্ড। সেই সঙ্গে অনেক বেশি সাহসী হতে যাচ্ছে বলে নির্মাতা নিজেই জানিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালের ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর