শৈশবে অনেককেই যৌন হেনস্তার মতো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সাধারণত আশেপাশের মানুষের দ্বারাই এমন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় শিশুরা। বলিউড তারকা অক্ষয় কুমারও রয়েছেন এই তালিকায়। শিশু বয়সে লিফটম্যানের দ্বারা যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষৎকারে এ কথা প্রকাশ করেছিলেন অক্ষয়।
এ প্রসঙ্গে অক্ষয় বলেছিলেন, ‘আমার এক অভিজ্ঞতা থেকে বলছি। তখন আমার বয়স খুবই কম ছিল। একদিন লিফটম্যান আমাকে খারাপভাবে স্পর্শ করেছিলেন।’
বিজ্ঞাপন
তবে ভয়ংকর এই ঘটনার কথা চেপে রাখেননি অক্ষয়। বাবা-মাকে জানিয়ে দিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘যেহেতু বাবা-মায়ের সঙ্গে সহজেই মিশতে পারতাম, তাই এ কথা তাদের জানিয়েছিলাম। পরে ওই ব্যক্তি অন্য একটি ঘটনায় ধরা পড়েন। জানা যায়, প্রায়ই এ ধরনের আচরণ করতেন তিনি।’
নিজের সঙ্গে এমন ঘটনা ঘটায় অক্ষয় জানেন এর ভয়াবহতা। সেকারণে তিনি মনে করেন শিশুদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর রাখা উচিত। পাশাপাশি তাদের সঙ্গে বাবা-মায়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত যাতে করে অপ্রীতিকর কিছু ঘটলে নির্দ্বিধায় তা বাবা-মাকে তারা জানাতে পারে।
আরআর