রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইমনের নতুন গান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৭ পিএম

শেয়ার করুন:

ইমনের নতুন গান

গানের সঙ্গে ইমন ইসলামের সখ্যতা অনেকদিনের। সেই টান থেকেই গান তুলে নেন কণ্ঠে। বর্তমানে শ্রোতাদের নিয়মিত গান উপহার দিচ্ছেন তিনি। এবার প্রকাশ পেল এই সংগীতশিল্পীর নতুন গান ‘তিরিং বিরিং প্রেম’।

গানটির কথা লিখেছেন ও সুর ক‌রে‌ছেন মোহাম্মদ হো‌সেন ডা‌লিম । এর সংগীতায়োজনে ছিলেন অমিত চ‌্যাটার্জী।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে ইমন বলেন, ‘শ্রোতাদের বরাবরই ভিন্ন স্বাদের গান উপহার দিতে চাই। এই গানটিও তেমন। কথা ও সুর দারুণ হয়েছে। আমিও সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটি নিয়ে অমিত বলেন, ‘ইমনের গায়কী প্রশংসনীয়। গানটি কথাগুলো একটু অন্য ঘরানার। তার ওপর নির্ভর করে আমি সুর করার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই সার্থক হবো আমরা।’

‘তিরিং বিরিং প্রেম’ শিরোনামের এই গানের মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছে দ্য সলভ টিম। এতে মডেল হিসেবে রয়েছেন অদিতি, সাইমন, রোস, তা‌রিফ প্রমুখ।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর