রোববার, ২২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

কঙ্গনা ও সানি লিওনকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

কঙ্গনা ও সানি লিওনকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল

একটি ভালো চরিত্র একজন অভিনয়শিল্পীকে এনে দেয় নিজেকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। তারা চাতকের মতো মুখিয়ে থাকেন সেরকম চরিত্রের অপেক্ষায়। এজন্য অনেক কাঠখড়ও পোড়াতে হয় তাদের। সম্মুখীন হতে হয় বিব্রতকর পরিস্থিতির। হতে হয় যৌন হেনেস্তার শিকার।

এমনটা ঘটেছিল কঙ্গনা রণৌত ও সানি লিওনের সঙ্গে। ভালো চরিত্রের লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল তাদের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক।’

কঙ্গনা পরে ফাঁস করে দেন বিষয়টি। একই ঘটনার শিকার হতে হয়েছে বলিউডের একাধিক নারী অভিনয়শিল্পীকে। নীল ছবির তারকা খ্যাতি পেছনে ফেলে বি-টাউনে থিতু হতে এসেছিলেন সানি লিওন। পর্দায় নিজের প্রমাণ করতে মুখিয়ে ছিলেন তিনি। সেই সুযোগে তাকে দেওয়া হয়েছিল এমন অসৎ প্রস্তাব।

বলিউডের একসময়ের লাস্যময়ী মমতা কুলকার্নির সঙ্গেও ঘটেছিল এমন অপ্রত্যাশিত ঘটনা। তিনি অভিযোগ এনেছিলেন নির্মাতা রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে। জানিয়েছলেন, ভালো চরিত্রে সুযোগ দেওয়ার বিনিময়ে যৌন সম্পর্ক স্থাপনের জন্য ফুসলিয়েছিলেন তাকে এই নির্মাতা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর