কোরবানির ঈদের আমেজ ফুরিয়ে গেলেও কমেনি ‘পরাণ’ -এর আবেদন। এখনও প্রেক্ষাগৃহে দাপিয়ে বেড়াচ্ছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত এই চলচ্চিত্রটি। দশম সপ্তাহে এসে শো বাড়লো সিনেমাটির। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘পরাণ’ -এর অভিনেতা শরিফুল রাজ।
তিনি লিখেছেন, “দশম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে ‘পরাণে’র শো আবার দুটি বেড়েছে। আগামী সপ্তাহে সিনেপ্লেক্সে প্রতিদিন ১৬টি শো নিয়ে চলবে।”
বিজ্ঞাপন
দর্শক চাহিদার কারণে বিদেশের প্রেক্ষাগৃহগুলোতেও ‘পরাণ’ -এর চাহিদা তুমুল। অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুগ্ধতা ছড়িয়েছে ছবিটি। ৯ সেপ্টেম্বর থেকে প্যারিসের দুটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
সিনেমাটি প্যারিসে পরিবেশনের আয়োজনে রয়েছে দেশি এন্টারটেইনমেন্ট নামক প্রতিষ্ঠান। আগ্রহীরা অনলাইনে ‘পরাণ’-এর টিকিট কিনতে পারবেন বলে জানিয়েছে তারা। এছাড়া চলতি মাসের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে চলচ্চিত্রটি।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। কেন্দ্রিয় চরিত্রগুলোর একটিতে অভিনয় করেছেন মিম। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ছবির প্রযোজক লাইভ টেকনোলোজিস। রায়হান রাফি নির্মিত এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন শাহাজাহান সৌরভ ও রাফি নিজেই।
আরআর

