মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফিরছেন নায়ক রুবেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৫ পিএম

শেয়ার করুন:

ফিরছেন নায়ক রুবেল

এতদিন নিজের প্রযোজনায় নির্মিত সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল। এবারই প্রথম অন্যের প্রযোজনায় কোনো সিনেমায় যুক্ত হলেন তিনি। ‘কিল হিম’ নামের এই সিনেমাটি প্রযোজনায় রয়েছে সুনান ফিল্ম। ছবিটির পরিচালক মো. ইকবাল।

চলচ্চিত্রটির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল। আজ শনিবার এফডিসিতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই তথ্য দিয়েছেন ইকবাল।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রুবেল ভাই আমাদের অনেক সুপারহিট সিনেমার নায়ক। তার অ্যাকশনগুলো আজও দর্শককে মুগ্ধ করে। অনেক দিন পর রুবেল ভাই সিনেমায় ফিরছেন। সেটা আমার ছবি, এটা ভেবে ভালো লাগছে।’

বাংলাদেশ ভারত ও ইন্দেনেশিয়া চলচ্চিত্রটির দৃশ্য ধারণ করা হবে। চলতি বছরের অক্টোবরে সিনেমাটির শুটিং শুরু হবে।

অ্যাকশন ঘরানার এই সিনেমায় অনন্ত জলিল, রুবেল ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর। সেইসঙ্গে চলচ্চিত্রটিতে দেখা যাবে বলিউডের খল অভিনেতা রাহুল দেবকে। জানা গেছে আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর