রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

সিনেমার ক্ষেত্রে গল্প প্রাধান্য পাবে: মাহি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

সিনেমার ক্ষেত্রে গল্প প্রাধান্য পাবে: মাহি

পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হয়ে যায় তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। শোবিজে এই অভিনেত্রীর যাত্রা শুরু হয়েছিল বিজ্ঞাপনের মাধ্যমে। বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন নাটকে। অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি।

এত অল্প সময়ে ক্যারিয়ারে এমন সাফল্যর ছোঁয়া পাবেন প্রত্যাশা করেছিলেন— জানতে চাইলে মাহি বলেন, ‘না, এমনটা প্রত্যাশা করিনি। দর্শক যে আমাকে এভাবে গ্রহণ করবেন শুরুতে বুঝতে পারিনি।’


বিজ্ঞাপন


Samira khan mahi

ঠিক কী কারণে আপনার প্রতি দর্শকের এই মুগ্ধতা বলে মনে করেন— উত্তরে তিনি বলেন, ‘এটা তো এভাবে বলা সম্ভব না। যেহেতু অভিনয় করি, মনে হয় তাদের কারও কাছে আমার অভিনয় ভালো লাগে, কারও কাছে আমাকে ভালো লাগে। তবে আমি মনে করি, এটা আমার শতভাগ পরিশ্রমের ফসল। কেননা শুরু থেকেই আমি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি।’

এক বছরের ব্যবধানে ক্যারিয়ার পাল্টালেও পাল্টে যাননি মাহি। এমনটা উল্লেখ করে বলেন, ‘হয়ত আগের মাহির সঙ্গে এখনকার মাহির কাজ ও ক্যারিয়ারে অনেক পার্থক্য রয়েছে কিন্তু ব্যক্তি মাহির একটুও বদল হয়নি। সে তার বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে আগের মতোই আছে।’

samira mahi


বিজ্ঞাপন


এরইমধ্যে সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তার ভাবনায় কোনটা? নাটক নাকি সিনেমা—  প্রশ্নটির উত্তরে ছোটপর্দার এই তারকা বলেন, ‘বর্তমানে যেহেতু নাটক করছি সেহেতু ভাবনাটা নাটক নিয়েই। তবে সিনেমার প্রসঙ্গ যদি আসে তবে আগে দেখব সেখানে আমার ক্যারিয়ার গঠনের সুযোগ কতটা—  তার ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেব।’

সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এই অভিনেত্রী গল্পে প্রাধান্য দিতে চান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমায় যদি যুক্ত হই তবে অবশ্যই গল্পে প্রাধান্য দেব। কেননা শুধু গল্পনির্ভর সিনেমাই পারে একজন অভিনয়শিল্পীকে দর্শকের কাছে পৌঁছে দিতে। তাই আমার কাছে গল্পের বিকল্প নেই।’

samira mahi

বর্তমানে মাহির যত ব্যস্ততা নাটক নিয়ে। হাতে তার একগাদা নাটকের কাজ রয়েছে। এগুলোর মধ্যে ‘কাল থেকে শুরু’ নামের একটি নাটকে তিনি জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন ‘গল্পটা প্রেমের’ নামের আরেকটি নাটকে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর