নিজের প্রযোজিত সিনেমায় নায়ক হিসেবে থাকেন অনন্ত জলিল। তার সবশেষ মুক্তি পাওয়া ‘দিন: দ্য সিনেমা’ নিয়ে একের পর এক সমালোচনার মুখে ভবিষ্যতে আর সিনেমা প্রযোজনা না করার ঘোষণা দিয়েছেন তিনি। ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ নায়ক জানিয়েছেন, অন্যের প্রযোজিত সিনেমায় অভিনয় করবেন এখন থেকে।
সেই অনুযায়ী এবার অন্য প্রযোজকের ছবিতে অভিনয় করতে চলেছেন অনন্ত জলিল। ‘কিল হিম’ শিরোনামের ছবিটি পরিচালনা ও প্রযোজনা করবেন মো. ইকবাল। ৩ সেপ্টেম্বর মহরত অনুষ্ঠিত হবে এফডিসিতে।
বিজ্ঞাপন
জানা গেছে, বরাবরের মতো এই ছবিতে অনন্তের নায়িকা থাকছেন স্ত্রী বর্ষা। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, বলিউডের রাহুল দেবসহ আরও অনেকে।
আরএসও

