বিভিন্ন দিবস উপলক্ষে সালমান-শাহরুখের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। উদ্দেশ্য একটাই, প্রিয় তারকাদের দর্শন লাভ করে উৎসবের আনন্দে পূর্ণতা দান। ভক্তদের এই আবদার রাখতে তারাও কার্পণ্য করেন না।
নিজেদের প্রাসাদসম বাড়ির ঝুল বারান্দায় দাঁড়িয়ে হাত নেড়ে অনুরাগীদের শুভেচ্ছা জানান। ছুড়ে দেন উড়ন্ত চুমু। সে এক অভূতপূর্ব দৃশ্য। তা দেখে হলিউডের সিনেমার কথা মনে পড়ে। প্রকাণ্ড প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে জনতাকে দর্শন দেয়ার চিত্র সেখানকার বিভিন্ন সিনেমায় দেখা যায়।
বিজ্ঞাপন
এদেশের মানুষ এতদিন সালমান-শাহরুখের সেসব দৃশ্য দেখে সুপারস্টারের সংজ্ঞা খুঁজে পেতেন। তবে এমন চিত্র যে এদেশেও রচিত হতে পারে কখনও ভাবেননি তারা। অথচ আজ বুধবার দেশের বিমানবন্দরে রচিত হলো এমনই এক দৃশ্য। এদিন ঢাকাই সিনেমার একমাত্র সুপারস্টার শাকিব খানের দেশে ফেরা উপলক্ষে হাজারো ভক্তের ঢল নামে সেখানে। তা দেখে মনে হচ্ছিল বিমানবন্দর এলাকাকে মান্নাত কিংবা গ্যালাক্সির সামনের অংশ বলে মনে হচ্ছিল।
ভুল ভাঙে ব্যানার, ফেস্টুনগুলোতে শাকিবের ছবি দেখে এবং তার নামে দেয়া স্লোগান শুনে। প্রিয় নায়ককে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা অনুরাগীদের কেউ এসেছিলেন ছুটি নিয়ে। অনেকে ছুটিরও তোয়াক্কা করেননি। কর্মস্থলের নিষেধাজ্ঞা অমান্য করে এসে হাজির হয়েছিলেন ‘শাকিব’ নামের চুম্বক শক্তির টানে।
সে টান বড়ই অদ্ভুত। প্রিয় তারকাকে সামনে থেকে দেখে কেউ কেঁদেছেন, কেউ ‘আই লাভ ইউ’ বলে ভালোবসা প্রকাশ করেছেন, কেউবা আবেগে হয়ে পড়েছিলেন বাক্রুদ্ধ।
বিজ্ঞাপন
এখানেই সমাপ্তি ঘটেনি উন্মাদনার। বিমানবন্দর থেকে তা ছড়িয়ে পড়েছিল রাজধানীর রাজপথে। যে পথে শাকিব গেছেন সে পথে পিছু নিয়েছে ভক্তদের ভালোবাসা। কিং খানকে অভিবাদন জানাতে তারা ঝরিয়েছেন পুষ্প বৃষ্টি। শাকিবও সেই ভালোবাসা উপভোগ করেছেন। মুহূর্তগুলো বন্দী করেছেন মুঠোফোনে। ভক্তদের সঙ্গে মিলিয়েছেন হাত, ছুড়ে দিয়েছেন উড়ন্ত চুমু।
রাজধানীতে সচরাচর দেখা যায় পর্দার মানুষদের। তাই চলতি পথে তাদের দর্শন লাভ নগরবাসীদের উদ্বেলিত করে না। তবে আজ নগরবাসীও সেই রীতি ভেঙেছেন। শাকিবকে দেখার লোভ সামলাতে পারেননি তারাও। যানবাহনের জানালা দিয়েও উঁকি দিতে দেখা গেছে অনেককে।
মুহূর্তগুলোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পৌঁছে গেছে সকলের কাছে। তা দেখে অনেকেই মনে করছেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শাকিবই প্রথম অভিনেতা যিনি ভক্তদের এমন ভালোবাসায় সিক্ত হলেন।

অনেকে তার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের অতীতের সব সুপারস্টারদের জনপ্রিয়তা। তারা মনে করছেন, ঢাকাই সিনেমার চিরসবুজ নায়ক সালমান শাহর জনপ্রিয়তাও আজ ফিকে হয়ে গেল শাকিবের সামনে। নিন্দুকেরাও স্বীকার করেছেন, সুপারস্টার কাকে বলে— দেখিয়ে দিলেন শাকিব।
নয় মাস আগে একটি মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। পরে তিনি সেখানে থেকে গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সম্প্রতি দেশটির নাগরিকত্ব পেয়েছেন কিং খান।
এ ছাড়া জো বাইডেনের দেশে বসে ‘রাজকুমার’ শিরোনামের একটি ছবি প্রযোজনার ঘোষণা দেন শাকিব। ছবিটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। ছবির নায়িকা কোর্টনি কফি, যিনি মার্কিন নাগরিক। ছবির কাজের জন্য ফের নভেম্বরে যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন তিনি।
আরআর

