মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের ছয় বছর পর মা হচ্ছেন বিপাশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

বিয়ের ছয় বছর পর মা হচ্ছেন বিপাশা

বলিউড ব্ল্যাক ডায়মন্ড বিপাশা বসু মা হতে যাচ্ছেন— খবরটি শোনা গিয়েছিল আগেই। সেসময় মুখে কুলুপ এঁটেছিলেন এই কৃষ্ণকলি। এবার খবরটির সত্যতা নিশ্চিত করলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বেবি বাম্পের একটি ছবি প্রকাশ করেছেন বিপাশা। সেখানে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরিহিত এই তারকা দাঁড়িয়ে আছেন ঠোঁটে প্রশান্তিমাখা হাসি লেপে। শার্টের আড়ালে উঁকি দিচ্ছে স্ফীতোদর। সেটি পরম মমতায় হাতে আগলে রেখেছেন স্বামী করণ সিংহ গ্রোভার।


বিজ্ঞাপন


ছবিটির ক্যাপশনে বিপাশা লিখেছেন, ‘নতুন সময়, নতুন পর্ব, নতুন আলো আসতে চলেছে আমাদের জীবনে। প্রথমে যে যার নিজের জীবন শুরু করি একা, সেই চলার পথে একে অপরের সঙ্গে দেখা। সেই শুরু এক থেকে দুইয়ের পথচলা। আামদের এই ভালাবাসার যাত্রায় যোগ হতে চলেছে আরও এক নাম। আশীর্বাদ করুন আমাদের।’

২০১৫ সালে ‘অ্যালন’ নামের একটি ছবির শুটিং সেটে পরিচয় হয় বিপাশা-করণের। সেই পরিচয় থেকেই প্রণয়ের শুরু হয়।প্রাক্তন প্রেমিকদের সঙ্গে দীর্ঘ সময় প্রেম করলেও করণের সঙ্গে গাঁটছড়া বাঁধতে বেশি সময় নেননি এই বাঙালি কন্যা।

এক বছরের মাথায় তার গলায় মালা পরিয়ে নিন্দুকদের মুখে ছাই দেন তিনি। কেননা বিপাশা-করণের প্রেমের সংবাদ চাউর হতেই তাদের প্রেম টিকবে না বলে মন্তব্য করেছিলেন অনেকে। এবার অর্ধযুগ পেরিয়ে বেবি বাম্পের ছবি পোস্ট করে নিন্দুকদের মুখে দ্বিতীয়বার ছাই দিলেন এই তারকা।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর