এদেশের মানুষের কাছে দাবি আদায়ের শ্লোগান হিসেবে পরিচিত ‘জয় বাংলা’ শ্লোগানটি। ১৯৭১ সালে মুক্তির সংগ্রামে এদেশের মানুষ জেগে উঠেছিল এই শ্লোগান কণ্ঠে ধারণ করে। এবার ‘জয় বাংলা’ শোনা গেল বলিউডের মুক্তিপ্রতীক্ষিত ‘পিপ্পা’ সিনেমার টিজারে।
ভারতের স্বাধীনতা দিবসে (১৫ আগস্ট) ‘পিপ্পা’র টিজার মুক্তি পেয়েছে। শুরুতেই দেখা যায় দেশটির একটি বিমান ঘাটিতে হামলা করেছে পাকিস্তান সেনাবাহিনী। এর পরপরই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এক মিনিট ছয় সেকেন্ডের এই টিজারের ৪১ সেকেন্ডে এসে শোনা যায় ‘জয় বাংলা’ শ্লোগানটি।
বিজ্ঞাপন
জানা গেছে, মুক্তিযুদ্ধের ৪৫তম অশ্বারোহী ট্যাংক স্কোয়াড্রনের ব্রিগেডিয়ার বলরাম সিংয়ের লেখা ‘দ্য বার্নিং চ্যাফি’ বই অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
ব্রিগেডিয়ার বলরাম সিং মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর পক্ষে পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেন। সেসময় সঙ্গে ছিলেন তার ভাইবোন। বিবরণে আরও বলা হয়, গরীবপুরে ৪৮ ঘণ্টাব্যাপী অ্যাকশন প্যাকড যুদ্ধের পটভূমিতে তিন ভাইবোনের গল্প হলো ‘পিপ্পা’।
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটিতে বলরাম সিংয়ের চরিত্রে অভিনয় করেছেন ঈশান খাট্টার। তিনি ছাড়াও রয়েছেন মৃণাল ঠাকুর ও প্রিয়াংশু পেনিউলি ও সোনি রাজদান। ২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। এটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ রায় কাপুর।
আরআর

