বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

তেল না দেওয়ায় ছেলেটিকে বের করে দেন মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

তেল না দেওয়ায় ছেলেটিকে বের করে দেন মাহি

সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আশীর্বাদ’ মুক্তি পাবে ১৯ আগস্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এখানে উপস্থিত ছিলেন প্রযোজক, নির্মাতা, অতিথিবৃন্দ ও অন্যান্য শিল্পীরা।

এসময় ‘আশীর্বাদে’র শুটিং সেটে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কিছু ঘটনা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলছিলেন প্রযোজক জেনিফার ফেরদৌস। শুটিংয়ের সময় মাহির অসহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘করোনার সময় শুটিং করা কতটা কঠিন ছিল তা আপনারা সবাই জানেন। ওই সময়ে অনেক কলাকুশলীর অর্থনৈতিক অবস্থা শোচনীয় ছিল। তখন আমি শুটিং করছিলাম। আমার সহকারী হিসেবে একটি ছেলে ছিল। কিন্তু মাহির কারণে ওই ছেলেকে শুটিং থেকে বাদ দিতে হয়। পরে কাঁদতে কাঁদতে সেট থেকে বেরিয়ে যায় ছেলেটি।’


বিজ্ঞাপন


ছেলেটিকে মাহির কারণে বাদ দিতে বাধ্য হয়েছেন উল্লেখ করে জেনিফার বলেন, ‘আমার সিনেমার নায়িকা সম্ভবত নারকেল তেল চেয়েছিল। ওই সময়ে ছেলেটি আমার মাথায় ছাতা ধরেছিল। যার কারণে নায়িকাকে তেল দিতে দেরি হয়। এতে মাহি বেঁকে বসে। ওই ছেলেকে বাদ না দিলে মাহি শুটিং করবে না বলে জানায়। পরে বাধ্য হয়ে ছেলেটিকে বাদ দেই।’

তবে শিগগির শুটিং শেষ করার তাগিদে সেসময় মাহির বিরুদ্ধে কোনো অভিযোগ আনেননি। সিনেমার স্বার্থে সবকিছু মেনে নিয়েছেন বলে জানান জেনিফার।

এই সিনেমার একটি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মাহি। এতে মাহির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। সিনেমাটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। তবে মাহি-রোশানের কাউকেই দেখা যায়নি সেখানে।

মাহি-রোশানের অনুপস্থিতির কারণ জানতে চাইলে জেনিফার বলেন, ‘নায়ক-নায়িকা যখন নিজের সিনেমার প্রচার না করে, তখন আমরা তো আর জোর করে করাতে পারি না। নিজের সিনেমার ভালো না বুঝলে আমাদের কিছু করার নেই। সিনেমার প্রচার না করলে এক সময় মাইনাস হয়ে যাবে তারা। আমার আর কিছু বলার নেই। আশা করছি, নির্মাণ এবং গল্পের জন্য আমার সিনেমা ভালো চলবে।’


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর