সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

পুত্রসন্তানের মা হলেন পরীমণি

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ০৭:১৯ পিএম

শেয়ার করুন:

পুত্রসন্তানের মা হলেন পরীমণি

মা হয়েছেন পরীমণি। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে নবজাতক ও পরীমণি দুজনেই সুস্থ আছেন। ঢাকা মেইলকে এ খবর নিশ্চিত করেছেন পরীমণির স্বামী শরিফুল রাজ। 

রাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। এই অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আমার নেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন।’


বিজ্ঞাপন


এর আগে চিকিৎসক জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে মা হবেন তিনি। তবে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে— সে ব্যাপারে জানার আগ্রহ দেখাননি পরীমণি ও রাজ। অবশ্য পূর্বপ্রস্তুতি হিসেবে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, কন্যাসন্তান হলে নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে নাম রাখবেন রাজ্য।

পরী-রাজের বিয়ের ঘটক মূলত গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমা। এই চলচ্চিত্রে শ্যুটিংয়ের সময় রাজকে মনে ধরে পরীর। সাত দিনের মাথায় লুকিয়ে বিয়ে করেন তারা। পরে বিয়ের খবর ও মা হওয়ার খবর একসঙ্গে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর