বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আত্মরক্ষার্থে বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

আত্মরক্ষার্থে বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

প্রাণনাশের হুমকি পেয়ে নিরাপত্তহীনতায় ভুগছেন সালমান খান। বলায় যায়, নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না। এমনকি বাড়ির বাইরেও যেতে পারছেন না।

এমন অবস্থায় কিছুদিন আগে মুম্বাই পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র রাখার আবেদন করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি পেলে কিছুটা নিশ্চিন্তে থাকবেন। পরিস্থিতি বিবেচনায় পুলিশ তার আবেদন গ্রহণ করে। আগ্নেয়াস্ত্র রাখায় অনুমতি দেয়।


বিজ্ঞাপন


এরপরও নিশ্চিন্তে থাকতে পারছেন না। সবসময় আতঙ্কে থাকেন কিং খান। আর তাই দেড় কোটি রুপি ব্যয়ে কিনেছেন বুলেট প্রুফ গাড়ি। সেই গাড়ির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সালমানের বাবা সেলিম খান প্রায় মাস দুয়েক আগে প্রাতর্ভ্রমণের সময় এক হুমকি ভরা উড়ো চিঠি পেয়েছিলেন। এই চিঠিতে ভাইজান আর সেলিম খানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল। চিঠিতে বলা হয়েছিল যে তাদের হালত পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো হবে।

১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যার অন্যতম মূল অভিযুক্ত হলেন ভাইজান। আর সেই কারণে লরেন্স তাকে হত্যার হুমকি দিয়েছিলেন।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর