বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাওয়া’য় ভাসল বিইউপি’র শিক্ষার্থীরা

আহমদ ইশতিয়াক আনাম
প্রকাশিত: ০২ আগস্ট ২০২২, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

‘হাওয়া’য় ভাসল বিইউপি’র শিক্ষার্থীরা
ছবি: ঢাকা মেইল

সকাল থেকেই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ক্যাম্পাসে ছিল শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়। কারণ, বিইউপি ফিল্ম ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে সদ্য মুক্তি পাওয়া ‘হাওয়া’ সিনেমার সদস্যদের অতিথি হয়ে আসার কথা।  

ছবির নায়িকা নাজিফা তুষিকে স্বাগত জানাতে অডিটোরিয়ামের লিফটের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা। খানিকক্ষণ অপেক্ষার পর অবশেষে তার দেখা মেলে। অডিটোরিয়ামে একে একে প্রবেশ করেন নাসিরুদ্দিন খান, সুমন আনোয়ার, পরিচালক মেজবাউর রহমান সুমন, এরফান মৃধা শিপলু, সুকর্ণ সাহেদ ধীমান।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন তারা। এক শিক্ষার্থীর অনুরোধে ‘হাওয়া’ সিনেমার একটি সংলাপও বলেন নাসিরুদ্দিন খান।

প্রসঙ্গত, তৃতীয়বারের মতো আয়োজিত হচ্ছে বিইউপি ফিল্ম ফেস্ট। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন চলছে আজ। সকাল থেকেই অনুষ্ঠান সূচিতে দেখা মিলছে একের পর এক চমকের। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে নতুন মাত্রা যোগ করে ‘হাওয়া’ টিম।

এআইএ/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর