শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

আট বছর কারাদণ্ড হতে পারে শাকিরার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুলাই ২০২২, ০১:১৬ পিএম

শেয়ার করুন:

আট বছর কারাদণ্ড হতে পারে শাকিরার

কর ফাঁকির মামলায় আট বছর কারাদণ্ড হতে পারে জনপ্রিয় গায়িকা শাকিরার। একটি স্প্যানিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

স্পেনের কর আইনানুযায়ী, দেশটিতে কেউ ছয়মাস অবস্থান করলে তাকে কর দিতে হবে। কিন্তু পপ গায়িকা শাকিরা ছয় মাসের বেশির সময় ধরে দেশটিতে অবস্থান করেও কর দেননি। ফলে তার নামে কর ফাঁকির অভিযোগ এনে মামলা ঠুকেছিলেন স্পেনের এক সরকারি আইনজীবী। তার দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা। যদিও শাকিরা মামলাটি নিষ্পত্তির বিশেষ সুযোগ পেয়েও গ্রহণ করেননি। জানিয়েছেন আইনের পথেই হাঁটবেন তিনি।


বিজ্ঞাপন


অভিযোগ নিয়ে শাকিরা জানান, ২০১৫ সালে বার্সেলোনায় পাড়ি জমান তিনি। সেখানে পিকে ও দুই সন্তানের সঙ্গে বসবাস করতেন। তার দাবি, তার লিগ্যাল টিমের বারণ সত্ত্বেও ১ কোটি ৭২ ইউরো কর দিয়েছেন। তাই আপাতত তার কোনো কর বাকি নেই।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর