শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

মেঝেতে বসেই ‘হাওয়া’ দেখলেন তুষি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

মেঝেতে বসেই ‘হাওয়া’ দেখলেন তুষি

সকাল থেকে বইতে শুরু করা ‘হাওয়া’ ক্রমেই গতিসম্পন্ন হচ্ছে। ধারণা করা হচ্ছে, এই ঝড়ো ‘হাওয়া’ ছাপিয়ে যেতে পারে সবকিছুকে। তবে এমন সংবাদ পেয়ে কেউ আশ্রয়কেন্দ্রের উদ্দেশে ছুটছেন না। পা চালাচ্ছেন প্রেক্ষাগৃহের দিকে। সেখানেই বেঁধেছে বিপত্তি।

তিল ধারণের জায়গা নেই সিনেমা হলগুলোতে। এমনকি অভিনয়শিল্পীরা পর্যন্ত আসন পাচ্ছেন না। এমন তথ্য মিলেছে ‘হাওয়া’র একমাত্র নারী অভিনয়শিল্পী নাজিফা তুষির একটি পোস্টে।


বিজ্ঞাপন


সামাজিক যোগাযোগমাধ্যমে তুষি সিনেমা হলের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, প্রেক্ষাগৃহ দর্শকে ভরপুর। একটি আসনও ফাঁকা নেই। সিট না পেয়ে তুষি ও আরও কয়েকজন সিঁড়িতে বসেই ‘হাওয়া’ দেখছেন।

মুহূর্তেই পোস্টটি প্রতিক্রিয়ায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেইসঙ্গে তারা নিজেদের মতামতও ব্যক্ত করেছেন সেখানে।

নির্মাতা মেজবাউর রহমান সুমন সমুদ্রের মাঝি মাল্লাদের গল্প নিয়ে নির্মাণ করেছেন ‘হাওয়া’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সুমন, জাহিন ফারুক আমিন ও সুকর্ণ সাহেদ ধীমান।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর