শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

মামলা নিষ্পত্তির সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন শাকিরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

মামলা নিষ্পত্তির সুযোগ পেয়েও ফিরিয়ে দিলেন শাকিরা

স্পেনের কর আইনানুযায়ী দেশটিতে কেউ ছয়মাস অবস্থান করলে তাকে কর দিতে হবে। কিন্তু পপ গায়িকা শাকিরা ছয়মাসের বেশির সময় ধরে দেশটিতে অবস্থান করেও কর দেননি। ফলে তার নামে কর ফাঁকির অভিযোগ এনে মামলা ঠুকেছিলেন স্পেনের এক সরকারি আইনজীবী। তার দাবি, কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা।

নতুন খবর হলো, সম্প্রতি শাকিরা মামলাটি নিষ্পত্তির বিশেষ সুযোগ পেয়েও গ্রহণ করেননি। জানিয়েছেন আইনের পথেই হাঁটবেন তিনি।


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে শাকিরার মুখপাত্র জানিয়েছে, শাকিরা বিশ্বাস করেন তিনি নির্দোষ। কেননা তার মূল বাড়ি বাহামাতে। এজন্য তিনি আইনের হাতে বিষয়টি ছেড়ে দেয়ার পথ বেছে নিয়েছেন।

এ সময় মামলার শুনানির তারিখ নির্ধারণ হয়নি বলেও জানায় মুখপাত্র। তবে মামলাটি নিষ্পত্তির জন্য দেওয়া প্রস্তাব সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

২০১২-২০১৪ সাল পর্যন্ত মোট দুই শ দিনের বেশি সময় স্পেনে অবস্থান করেছেন শাকিরা। সেকারণে তিনি কর দিতে বাধ্য বলে জানিয়েছে বার্সালোনার একটি আদালত। কর আইনানুযায়ী মামলায় দোষী সাব্যস্ত হলে শাকিরার জেল-জরিমানা হতে পারে।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর