রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুই সতীর্থ এক মঞ্চে পেলেন স্বর্ণপদক ও সম্মাননা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

দুই সতীর্থ এক মঞ্চে পেলেন স্বর্ণপদক ও সম্মাননা

কিছুদিন আগে ঘোষণা করা হয়েছিল ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ পাচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী ফেরদৌসী রহমান ও সৈয়দ আব্দুল হাদী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাদের হাতে স্বর্ণপদক ও পুরস্কার তুলে দেন।

জীবনের শেষ সময়ে এসে এমন সম্মাননা পেয়ে আনন্দিত ফেরদৌসী রহমান। তিনি বলেন, ‘একটা দীর্ঘ সময় পার করে আজ একই বিশ্ববিদ্যালয়ের একই মঞ্চ থেকে দুই সতীর্থ সম্মানিত হয়েছি—এটা একেবারে নতুন ব্যাপার। এমনটা আগে কখনও ঘটেনি। করোনার কারণে এবার তো দুই বছরের পুরস্কার একসঙ্গে দেওয়া হলো, তাই দুই সতীর্থ, দুই সহপাঠীর দুর্লভ মুহূর্ত তৈরি হলো।’


বিজ্ঞাপন


সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘জীবনের এই অধ্যায়ে এসে আনন্দের উৎসগুলো খুব সংকুচিত হয়ে আসে। খুব দুর্লভ হয়। তবে এমন এক মুহূর্তে আজকের পুরস্কার প্রদান করা হচ্ছে, যা অনেক আনন্দের বার্তা নিয়ে আসে। আজকে যে পদক নিচ্ছি, এটা অবশ্যই আনন্দের। সবচেয়ে বড় কথা হচ্ছে, এই পদকটি গ্রহণের মধ্য দিয়ে ফিরোজা বেগমের মতো একজন শিল্পীকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পারছি। আরেকটি আনন্দ হচ্ছে, আমি ও ফেরদৌসী—আমরা দুজন সতীর্থ। আজকে একই মঞ্চে এসে পদক গ্রহণ করছি, এটি আনন্দের।’

নজরুলসংগীতকে মানুষের মনের ভেতর পৌঁছে দিতে আজীবন সাধনা করে গেছেন ফিরোজা বেগম। বরেণ্য এই শিল্পী ও তার সংগীতকে স্মরণীয় করে রাখতে এসিআই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয় ফিরোজা বেগম মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড।

প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে প্রতিবছর দেশের একজন বরেণ্য সংগীতশিল্পীকে স্বর্ণপদক প্রদান করে আসছে। এর আগে সাবিনা ইয়াসমীন, রুনা লায়লা, ফরিদা পারভীন, রেজওয়ানা চৌধুরী বন্যার মতো শিল্পীরা এ পুরস্কার পেয়েছেন।

করোনার কারণে দুই বছর পুরস্কার প্রদানের আয়োজন করতে না পারায় এ বছর একসঙ্গে ২০২০ সালের জন্য ফেরদৌসী রহমান এবং ২০২১ সালের জন্য সৈয়দ আব্দুল হাদীকে মনোনীত করা হয়।


বিজ্ঞাপন


আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর