বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মায়ের রান্না ও উপহারে উচ্ছ্বসিত পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২২, ১২:৫১ পিএম

শেয়ার করুন:

মায়ের রান্না ও উপহারে উচ্ছ্বসিত পরীমণি

খুব বেশি দেরি নেই। মাত্র দু-এক মাসের মধ্যে হয়ত মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চলেছেন পরীমণি। এই সময়টায় তার সহকর্মীরা নিয়মিত খোঁজ-খবর রাখছেন। কেউ কেউ তাকে উপহার পাঠাচ্ছেন। বাসা থেকে রান্না করা খাবার হটপটে ভরে নায়িকার জন্য নিয়ে আসছেন।

বুধবার রাতে পরীমণির জন্য বিভিন্ন পদের খাবার রান্না করে এনেছেন শিল্পী সরকার অপু। সঙ্গে নিয়েছেন দুইটি শাড়ি, জামা ও ফুল। যা পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন তিনি। খাবার ও উপহারের ছবি তুলে প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুধু তাই নয়, নিজের খাওয়ার ছবিও প্রকাশ করেছেন।


বিজ্ঞাপন


ছবি ও ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, “আজ মা এসেছিল তার হাতের এতো পদের রান্না করা খাবার নিয়ে। শুধু কী রান্না! ফুল, এক জোড়া শাড়ি, জামা আর এতোগুলো আদর! এই যে একটা শাড়ি পরেও ফেললাম। মা শিল্পী সরকার অপু, এই মাকে আমি পেয়েছি ‘স্বপ্নজাল’ থেকে। এমন করেই আদর দিও বাকি জীবন। আমি তোমাকে অনেক ভালোবাসি।”

অপুকে মা বলে সম্বোধন করেন পরী। কারণ, ‘স্বপ্নজাল’ শিরোনামের একটি সিনেমায় তার মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই থেকে তাদের মধ্যে মা-মেয়ের সম্পর্ক বিরাজ করছে।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর