সালমান খান ও শাহরুখ খান— প্রথম জন বলিউডের কিং খান, অন্যজন বাদশাহ। সিনেমা মুক্তি পেলে বক্স অফিস থাকে তাদের দখলে। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের অসংখ্য ভক্ত আছে, যারা খান ব্রাদার্সের ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন। এ কথা বলার অবকাশ রাখে না যে, অভিনয় দক্ষতার কারণেই তারা এই পর্যায়ে এসে পৌঁছেছেন।
দুই সুপারস্টারের সঙ্গেই কাজ করেছেন বিউটি মাধুরী দীক্ষিত। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান-শাহরুখ সম্পর্কে মজাদার কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অভিনেতা না হলে কী হতেন তারা!
বিজ্ঞাপন
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাধুরী বলেছেন, ‘সালমান অভিনেতা না হলে গান গাইতেন। কিংবা বডি বিল্ডিং করতেন। চিত্রশিল্পীও হতে পারতেন। অন্যদিকে শাহরুখ খুব ভালো ব্যবসায়ী হতেন। যদিও তিনি এখন ব্যবসাও করেন।’
প্রথমবার ‘দ্য ফেম গেম’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মাধুরী। এই সিরিজের বিষয়েই মূলত সাক্ষাৎকার দিয়েছেন তিনি। মাঝখানে প্রসঙ্গক্রমে সালমান ও শাহরুখের নাম চলে আসে। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ওয়েব সিরিজটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে।
এদিকে সালমান খান ‘টাইগার-৩’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে শাহরুখ খান ব্যস্ত ‘পাঠান’ সিনেমার কাজে। তার সবশেষ অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জিরো’। ২০১৮ সালে সিনেমাটি মুক্তি পেয়েছিল।
আরএসও

