রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বগুড়ায় ‘গলুই’ চালিয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন হল মালিক

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০২:০০ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ‘গলুই’ চালিয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছেন হল মালিক

কথায় আছে, ভালো সিনেমার রেশ থেকে যায় অনেক দিন। আবার তা যদি হয় দেশের সব থেকে বড় তারকার, তাহলে তো কথাই নেই। সিনেমা হল মালিকদের কাছে সেই ছবির চাহিদা থাকে সবসময়।

রোজার ঈদে মুক্তি পাওয়া ‘গলুই’ সিনেমার কথাই ধরা যাক। এর মাঝে পেরিয়ে গেছে প্রায় আড়াই মাস। চাহিদা থাকায় কোরবানির ঈদেও সিনেমাটির প্রদর্শন করেছে ঢাকার বাইরের বেশ কয়েকটি সিনেমা হল। সেখানকার দর্শকও লুফে নিয়েছে সিনেমাটি।


বিজ্ঞাপন


বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা সিনেমা হলে ঈদের দিন থেকে প্রদর্শিত হচ্ছিল ‘দিন: দ্য ডে’ সিনেমাটি। কিন্তু দর্শকের সিনেমাটির প্রতি আগ্রহ না থাকায় ‘গলুই’ সিনেমাটিও প্রদর্শন করা হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমা হলের কর্ণধার ফয়সাল বিন ফরহাদ উৎসব।

তিনি বলেন, “গত সপ্তাহে ‘দিন: দ্য ডে’ নামিয়ে দিতাম। কিন্তু ১৪ দিনের আগে সিনেমা নামানো যাবে না শর্ত থাকার কারণে সম্ভব হচ্ছে না। শর্তটি অনন্ত জলিলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। সেজন্য এই সিনেমার পাশাপাশি ‘গলুই’ সিনেমাটি চালাচ্ছি।”

উৎসব জানান, ২৫ হাজার টাকা রেন্টালে নেওয়া সিনেমাটি ইতোমধ্যে লাভের টাকা ঘরে তুলেছে। ‘দিন: দ্য ডে’ কমিশন ভিত্তিক, তাই দর্শক না হওয়ায় শাকিবের ছবি দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, “শাকিবের অনেক দর্শক বগুড়ায়। সেকারণে ‘দিন: দ্য ডে’র থেকে ‘গলুই’ দেখতে বেশি দর্শক আসছেন। ভাবিনি যে, এত সাড়া পাব। যাই বলেন, সিনেমা হলে দর্শক টানতে শাকিবের বিকল্প নেই।”


বিজ্ঞাপন


রোমান্টিক গল্পের সিনেমা গলুই ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূজা চেরী। আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর