নিজেকে বলিউড নায়কদের থেকে বড় তারকা বলে দাবি করলেন অনন্ত জলিল। কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমা। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি নিয়ে উচ্ছ্বসিত তিনি। এটাকে জীবনের সেরা অর্জন বলেও কথাবার্তায় বুঝিয়ে দিচ্ছেন। এ কারণে বলিউডের সিনেমা তার কাছে নস্যি হয়ে দাঁড়িয়েছে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, ‘বলিউডেরও অনেক ঊর্ধ্বে আমি আগেই চলে গেছি। ইরানের সঙ্গে ছবি করা তো চাট্টিখানি কথা না। ছোটবেলা থেকে ইরানের সিনেমা বিটিভিতে (বাংলা ডাবিং) দেখতাম। মানুষের স্বপ্ন ছিল যে ইরানের ছবি দেখবে। সেই ইরানের সঙ্গে আমি ছবি করেছি। তুরস্কের সঙ্গেও ছবি করেছি।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র জগতের কলাকুশলীরা কলকাতার সঙ্গেই কাজ করত। আমি কাজ করলাম ‘দ্য স্পিড’ মুভি মালয়েশিয়ার সঙ্গে। তারপর দেখেন ‘দিন: দ্য ডে’ মুক্তি পেল। আমি এই কাজটি করেছি ইরানের সঙ্গে। তারপর আমার প্রজেক্ট হচ্ছে ‘দ্য লাস্ট হোপ’, যেটা আমি কাজ করছি নরওয়ের সঙ্গে।’
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালনা করেছেন ‘দিন: দ্য ডে’। সিনেমাটির বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে সিনেমার শুটিং হয়েছে।
আরএসও

