সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হলেন রুনা লায়লা

কয়েকদিন ধরে কলকাতায় অবস্থান করছেন আলমগীর-রুনা লায়লা দম্পতি। কোরবানির ঈদটাও কাটিয়েছেন সেখানে। উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী হওয়ার সুবাদে তার পরিচিতি সবখানে। তাই কলকাতায় গেলে পরিচিতদের একের পর এক নিমন্ত্রণ পান তিনি।

এবার স্বামী আলমগীরকে নিয়ে টলিউডের কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছিলেন। আড্ডা, খাওয়াদাওয়ায় সুন্দর সময় কেটেছে তাদের।


বিজ্ঞাপন


Runa Ranjit

এ সময় আরও ছিলেন রঞ্জিত মল্লিকের স্ত্রী দীপা মল্লিক ও অভিনয়শিল্পী মেয়ে কোয়েল মল্লিক। একসঙ্গে সেই মুহূর্তের ছবিও তুলেছেন তারা। রুনা লায়লা সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন।

রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবার আলমগীর সাহেব ও আমার ভীষণ আপনজন। এবার কলকাতায় এসেছি শুনেই, তারা দাওয়াত করেছেন। বিকেলে তাদের বাসায় গিয়েছিলাম। রাত আটটার আগে ফিরে এসেছি। আমাদেরও একটা সুন্দর বিকেল–সন্ধ্যা কাটল। অনেক দিন পর তাদের পরিবারের সবাইকে পেয়ে বেশ ভালো লাগল।’

Runa


বিজ্ঞাপন


তিনি জানান, কলকাতার বন্ধুরাও বাংলাদেশে আসলে তাদের বাড়িতে অতিথি হন। এদিকে আজ শনিবার তাদের দেশে ফেরার কথা রয়েছে।

আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর