এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে একাধিক পুরুষ এসেছে। খেলোয়াড় থেকে শুরু করে হাঁটুর বয়সী মডেল— অনেকেই রয়েছেন সেই তালিকায়। নতুন খবর হলো, সম্প্রতি তিনি মন দিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্রথম চেয়ারম্যান ললিত কুমার মোদিকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ললিত মোদি খবরটির সত্যতা স্বীকার করলেও সুস্মিতা এ ব্যাপারে কিছু বলেননি। এদিকে নতুন এই প্রেমের ব্যাপারে মুখ খুলেছেন তার বাবা ও ভাই।

বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমকে সুস্মিতার বাবা সুবীর সেন বলেন, ‘আমার কাছে সুস্মিতার বিয়ে প্রসঙ্গে কোনো খবর নেই। সকালেও মেয়ের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কিছু বলেনি।’
বোনের ব্যাপারে বাবার সঙ্গে সুর মিলিয়েছেন সুস্মিতার ভাই রাজীব সেন। তিনি বলেন, ‘এই খবর শুনে আমি হতবাক। এ বিষয়ে কিছু বলার আগে দিদির সঙ্গে কথা বলে সবটা জানতে হবে। যতক্ষণ না দিদি ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে আমাকে কিছু জানাচ্ছে, ততক্ষণ এ নিয়ে আমি কিছু বলতে চাই না।’

নিজের প্রেমের ব্যাপারে কখনও রাখঢাক করেননি সুস্মিতা। যখন যার সঙ্গে হৃদয়ের সম্পর্কে জড়িয়েছেন তখন সেটা প্রকাশ করেছেন। কিন্তু সাবেক এই আইপিএল কর্তা প্রসঙ্গে এখনও মুখে কুলুপ এঁটে আছেন তিনি। যদিও তার একটি ইনস্টাগ্রাম পোস্ট এরইমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘কখনও কখনও অন্ধকারে দাঁড়িয়ে মনে হয় কবর দেওয়া হয়েছে। কিন্তু মাটিচাপা নয়, যদি আসলে রোপণ করা হয়ে থাকে?’
বিজ্ঞাপন
এতে কিছুটা ইঙ্গিত পাওয়া গেলেও সাবেক এই বিশ্বসুন্দরী যে ললিত মোদীর সঙ্গেই প্রেমে করছেন সে ব্যাপারে সুস্পষ্টভাবে কোনো ধারণা মেলে না।
আরআর

