অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন বর্তমানে কাজে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। দেশের মধ্যে চলমান সাম্প্রতিক ইস্যুতে মন্তব্যে করেন তিনি। এবার এনসিপি নেতা সারজিস আলমের একটি নাচের ভিডিওর অংশবিশেষ নিজের ফেসবুকে শেয়ার করেছেন শাওন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ফেসবুকে ওই ভিডিও প্রকাশ করে শাওন লিখেছেন, ‘উনি (সারজিস আলম) নাচতে পারেন, গাইতে পারেন আবার রাজনীতির মঞ্চে গলার রগ ফুলিয়ে চিৎকার করে বক্তৃতাও দিতে পারেন! নাহ- আমার পছন্দের তালিকায় এই শিল্পীকে যুক্ত করে ফেললাম।’
বিজ্ঞাপন
তিনি আরও লিখেছেন, ‘পিও শিল্পীর ভবিষ্যৎ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বিজ্ঞাপন
শাওনের শেয়ার করা ভিডিওর শুরুতে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮ সালের নবীন বরণ ও ২০১৬ সালের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানের সঙ্গে পারফর্ম করেছেন সারজিস আলম। শাওনের শেয়ার করা ভিডিওর শেষ অংশে দেখা যায়, একটি ধর্মীয় সভা অনুষ্ঠানে ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ গজলটি পরিবেশন করছেন। তার পরনে সাদা পাঞ্জাবি এবং মাথায় সাদা টুপি।
ইএইচ/

