বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

২৯ বছর সংসার করলাম এবার আমাকে যেতে দাও— ওমর সানীকে কেন বলেছিলেন মৌসুমী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫৫ এএম

শেয়ার করুন:

শটগান দিয়ে মৌসুমীকে ভয় দেখাতেন ওমর সানী 

গত বছর নিজেদের দাম্পত্য জীবনের তিন দশক পার করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী-মৌসুমী। তবে সবশেষে দুইটি বিবাহবার্ষিকীতে দুইজন এক হতে পারেননি। ‘প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী আড়াই বছর ধরে আমেরিকায় অবস্থান করছেন। তাঁদের দূরত্বকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। 

সম্প্রতি এক পডকাস্টে হাজির হলে দাম্পত্যজীবনের এই গুঞ্জন এবং মৌসুমীর আমেরিকায় অবস্থায় নিয়ে ওমর সানী বলেন, ‘মৌসুমীরা তিন বোন। সবার বড় মৌসুমী, এরপর স্নিগ্ধা, সবার শেষে ইরিন। দীর্ঘদিন ধরে ইরিন আটলান্টা ও স্নিগ্ধা ফ্লোরিডায় থাকে। আমার শাশুড়ি শারীরিকভাবে সুস্থ ছিলেন না। তাই চিকিৎসার জন্য তাঁকে ওরা যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। কিন্তু সেখানে তো সবাইকে কাজে ব্যস্ত থাকতে হয়। তাই তাঁকে দেখভাল করা কঠিন ছিল। মূলত এ কারণেই মৌসুমীর যুক্তরাষ্ট্রে যাওয়া। আমিও ভিসার জন্য আবেদন করেছিলাম। কিন্তু আমার ভিসা হয়নি। পরবর্তী সময়ে আমি আর আগ্রহ দেখাইনি।’

অভিনেতা যোগ করেন, “মৌসুমী আমাকে বলল, ‘দেখো, বাবা মারা গেছে, শ্বশুর-শাশুড়িও মারা গেছে। আমি যদি আমার মায়ের এই সময়টাতে পাশে না থাকতে পারি, তাহলে রোজ কেয়ামতের দিন কী জবাব দেব? প্রায় ২৯ বছর তোমার সংসার করলাম একসঙ্গে, আমাকে যেতে দাও।’ তারপর আমি এবং মৌসুমী সিদ্ধান্ত নিয়েছি, মা যত দিন বেঁচে আছেন ততদিন আমরা তাঁর পাশে থাকব।”

omar-sunny-20220802093605_20250305_175943940


বিজ্ঞাপন


মৌসুমী যখন যুক্তরাষ্ট্রে যান, ওই সময় তারকা জুটির মেয়ে ফাইজাও পড়াশোনার জন্য দেশটিতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। অভিনেতার কথায়, ‘সে সময় আমার মেয়ে ফাইজাও যাবে যুক্তরাষ্ট্রে। আমরা সব সময় সন্তানদের টেক কেয়ার করেছি। তাদের একলা ছেড়ে দিইনি। সন্তান বড় হয়ে গেলে একাই পথ চলা নীতিটা মেনে নিতে পারছিলাম না। চিন্তা করলাম, মৌসুমী মাকে দেখবে আবার মেয়েকেও দেখবে।’

সবশেষে সানী বলেন, ‘মৌসুমী সেখানে অনেক কষ্ট করে, মায়ের জন্য কষ্ট করে, তাঁর সন্তানের জন্য কষ্ট করে। আমাদের একটা ফ্যামিলি গ্রুপ আছে, সেখানে আমাদের প্রতিদিন কথা হয়। আশা করছি খুব দ্রুত আমাদের সামনাসামনি দেখা হবে।’ 

১৯৯৫ সালে চার হাত এক হয় সানি-মৌসুমী। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। ‘দোলা’ নামের একটি সিনেমায় কাজ করতে গিয়ে মৌসুমীর প্রতি টান অনুভব করেন সানি। পরে বন্ধুত্বের শুরু, যা গড়ায় প্রণয়ে। 

পর্দায় জুটি বেঁধে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন সানি-মৌসুমী। বাস্তব জীবনেও সফল এ তারকা দম্পতি। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর