বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আক্ষেপ ফারিয়ার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১০:১১ এএম

শেয়ার করুন:

ভোটের আসন নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বর্তমানে অভিনয়ে অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটের এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

ঢাকা-৮ আসন ও নিজের ভোটের আসন শান্তিনগর নিয়ে লেখা পোস্টে আক্ষেপ উগরে দিয়ে ফারিয়া লিখেছেন, ‘শান্তিনগরে ২৪/৭ জ্যাম—এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কিংবা আমার এলাকার কোনো এক মেয়ে জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমায়, এটা নিয়েও আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট একটাই, শান্তিনগর ঢাকা-৮ আসনে পড়ে আর আমি সেই আসনের ভোটার।’ 


বিজ্ঞাপন


অভিনেত্রীর পোস্টে সহমত প্রকাশ করেছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছেন, ‘আপনি ভাগ্যবতী, ফ্রিতে নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে কিছু ভুট্টা কিনে ঘরে রেখে দিতে পারেন। যেদিন মারামারি লাগবে সেদিন পপকর্ন বানিয়ে খাবেন আর উপভোগ করবেন।’

473113633_1167478254737308_6217815426749740711_n

অন্য একজন লিখেছেন, ‘আমারও একই অবস্থা। ঢাকা-৮ আসনে ভোট। কাকে যে দেব বুঝছি না।’ নেটিজেনের মন্তব্যের জবাবে ফারিয়া লিখেছেন, ‘আপু এত কমেডি নেয়া যায় বলেন?’


বিজ্ঞাপন


উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী, আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে এ আসন গঠিত। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর