মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ১০:৪৮ এএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তার স্ত্রী টুইঙ্কেল খান্নার কনভয় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে বিদেশে সফর শেষে বাড়ি ফেরার পথে মুম্বাইয়ের জুহু এলাকায় ঘটনাটি ঘটে। 

অক্ষয়-টুইঙ্কেল খান্না বিমানবন্দর থেকে তাদের জুহুর বাসভবনে ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি পেছন থেকে একটি অটো-রিকশাকে ধাক্কা দেয়। ধাক্কার কারণে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে অক্ষয় কুমারের নিরাপত্তার দায়িত্বে থাকা এসকর্ট ভ্যানে গিয়ে আঘাত করে। এতে অক্ষয়ের নিরাপত্তা কর্মীদের বহনকারী গাড়িটি রাস্তার ডান পাশে উল্টে যায়। 


বিজ্ঞাপন


সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অক্ষয়ের কনভয়ের একটি গাড়ি রাস্তার মাঝখানে পড়ে আছে এবং অটো-রিকশাটি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে গাড়িগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। 

উল্লেখ্য, ২৫তম বিবাহবার্ষিকী উদযাপনের অক্ষয় ও টুইঙ্কেল সম্প্রতি দেশের বাইরে গিয়েছিলেন। বিদেশ থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। 

অক্ষয় কুমার বর্তমানে তার নতুন সিনেমা ‘হায়ওয়ান’ এবং জনপ্রিয় গেম শো ‘হুইল অফ ফরচুন ইন্ডিয়া’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর