রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে একই নামের একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। ছবিটি নির্মাণ করছেন লিসা গাজী। এ উপলক্ষে আজ সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে চঞ্চল চৌধুরীর সঙ্গে এক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার অনুভূতি জানতে চাইলে পরীমণি শুরুতেই ভাষাহীন অভিব্যক্তি প্রকাশ করেন। ইশারায় মুগ্ধতা প্রকাশ করেন। এ সময় চঞ্চলকে নিয়ে আফসোসের গল্প শোনান পরী।
বিজ্ঞাপন
নায়িকা বলেন, ‘লিফটে আসার সময় আমরা কথা বলছিলাম। মজা মজা করতে করতে চঞ্চল ভাইকে বলছিলাম, বুড়া বয়সে এসে কাজ হচ্ছে আমাদের।’
চলচ্চিত্রটির প্রযোজনায় যুক্ত রয়েছে একাধিক প্রযোজনা প্রতিষ্ঠান। পরীমণি চঞ্চল ছাড়াও এ ছবিতে অভিনয় করবেন অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী অর্ক। নির্মাতা লিসা গাজি জানান অক্টোবর-নভেম্বরের দিকে শুটিং শুরু হবে ছবিটির।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শাস্তি’ বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ও গভীর মানবিক গল্প। সামাজিক বাস্তবতা, পারিবারিক সম্পর্ক, পুরুষতান্ত্রিক মানসিকতা এবং নারীর নীরব আত্মত্যাগ— এসব বিষয় গল্পটিকে আজও প্রাসঙ্গিক করে রেখেছে। মূল গল্পে দুই ভাই- চিদাম ও দুখিরামের পারিবারিক জীবনের মধ্যে দিয়ে এগিয়ে যায় কাহিনি। এক তুচ্ছ ঝগড়ার জেরে দুখিরামের স্ত্রী খুন হন, আর আইনের হাত থেকে বাঁচতে চিদাম হত্যার দায় চাপিয়ে দেন নিজের স্ত্রী চন্দরার ওপর। চন্দরা নির্দোষ হয়েও দায় স্বীকার করে নেন এবং মৃত্যুদণ্ডের আগে সত্য বলার সুযোগ পেয়েও নীরব থাকেন। তার এই নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ- আত্মসম্মান, বিশ্বাসভঙ্গ ও অবিচারের বিরুদ্ধে।

