মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মেয়ের সঙ্গে বিশেষ ছবি ঋতুপর্ণার, কতটুকু জানেন ঋতুকন্যা সম্পর্কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

মেয়ের সঙ্গে বিশেষ ছবি ঋতুপর্ণার, কতটুকু জানেন ঋতুকন্যা সম্পর্কে? 

পর্দার মতো সংসারেও সফল টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই সন্তানকে নিজ হাতে বড় করছেন। সম্প্রতি প্রকাশ করেছেন কন্যা ঋষণার সঙ্গে ‘উইন্টার স্পেশাল’ ছবি। চলুন জেনে নেওয়া যাক ঋতুকন্যা সম্পর্কে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, ২০১১ সালের ১২ মে জন্ম ঋষণার। চলতি বছর মে মাসে ১৪ বছর বয়স হবে তার। সিঙ্গাপুরের একটি স্কুলে পড়ালেখা করছে সে।


বিজ্ঞাপন


ব্যক্তিজীবনকে খুব একটা সামনে আনেন না ঋতুপর্ণা। তবে একেবারে যে আড়ালে রাখেন তাও না। মাঝে মাঝে সন্তানদের আনেন নিজের কাজের ক্ষেত্রে। 

এর আগে অযোগ্য সিনেমার প্রিমিয়ারে ঋষণাকে দেখা গিয়েছিল মায়ের পাশে। এবার দেখা গেল শীতের পোশাকে। সাদা জ্যাকেট, খোলা চুল, সাজগোজের লেশমাত্র নেই, ছিমছাম চেহারা, তবে মায়ের মতোই সুন্দরী। অন্য দিকে, ঋতুপর্ণাকে দেখা গেল মিন্ট গ্রিন লং কোট আর নীল রঙের টুপি আর গ্লাভসে।

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সম্প্রতি প্যারিসে আমার মেয়ের সঙ্গে কাটানো শীতের স্মৃতি... আমাদের দুজনেরই প্রিয় গন্তব্য। সবাইকে শুভ সকাল...’!

১৯৯৯ সালে ঋতুপর্ণা তার শৈশবের বন্ধু সঞ্জয় চক্রবর্তীকে বিয়ে করেন। অভিনেত্রীর স্বামী ব্যবসায়ী এবং বর্তমানে ‘মোবিয়াস নলেজ সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতা ও সিইও। ঋষণা তাদের ছোট সন্তান। ঋতুপর্ণা-সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন। বোস্টন থেকে গ্রাজুয়েশন করেছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর