একসময় পর্দায় নিয়মিত ছিলেন অমিত হাসান ও শাবনূর। দুজনেই এখন অনিয়মিত। শাবনূর থিতু হয়েছেন অস্ট্রেলিয়া। অমিত অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ট্রাম্পের দেশে বসবাসরত অভিনেতা কাজী মারুফের বাসায় দেখা হয় তারা। ধরা পড়েন এক ভিডিওতে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।
ভিডিওটি প্রকাশ করেছেন কাজী মারুফ। সেখানে দেখা যায়, একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও গানটি সঙ্গে নাচছেন অমিত হাসান-শাবনূর। সেখানে শাবনূরকে অমিত হাসানের সঙ্গে গাইতেও দেখা যায়। মারুফ নিজের ফেসবুক থেকে লাইভে এসে তা ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে।

ছেলে আইজানের ইচ্ছায় আমেরিকা ঘুরতে গেছেন শাবনূর। সেই ফাঁকে দেখা করছেন দেশটিতে বসবাসরত ঢালিউড তারকাদের সঙ্গে। কদিন আগে মিলিত হন মৌসুমীর সঙ্গে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেছেন নেটিজেনরা। এবার মারুফের বাসায় দেখা গেল অমিত হাসান, মাহিয়ার মাহির সঙ্গে আড্ডায়।
এছাড়াও যুক্তরাষ্ট্রে শাবনূরের সঙ্গে দেখা হয়েছে মামনুন ইমন, রেসিসহ আরও কয়েকজনের। তাদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন ঢালিউডের এ সুপারস্টার।

