ভোজপুরি সংগীতশিল্পী, অভিনেতা ও উত্তর-পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মনোজ কুমার তিওয়ারির মুম্বাইয়ের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। আন্ধেরি ওয়েস্টের শাস্ত্রীনগর এলাকার ‘সুন্দরবন অ্যাপার্টমেন্ট’-এর ফ্ল্যাট থেকে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকা চুরির অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিনেতার এক সাবেক কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ।
মহারাষ্ট্রের আম্বোলি থানায় অভিনেতার ম্যানেজারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সুরেন্দ্র কুমার দীননাথ শর্মা নামের ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সুরেন্দ্র আগে এই বিজেপি নেতার বাড়িতে কাজ করতেন। তবে প্রায় দুই বছর আগে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।
তদন্তে জানা গেছে, অভিযুক্ত সুরেন্দ্র একটি নকল চাবি ব্যবহার করে ঘরে প্রবেশ করতেন। অভিনেতার ম্যানেজারের ভাষ্য অনুযায়ী, গত বছরের জুন মাসে আলমারি থেকে প্রথম দফায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা চুরি হয়েছিল। তখন চোর শনাক্ত করা না গেলেও সন্দেহ থেকে গত ডিসেম্বর মাসে ঘরের ভেতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
এরপর গত ১৫ জানুয়ারি রাত ৯টার দিকে সিসিটিভিতে দেখা যায় যে, সুরেন্দ্র আবারও ঘরে ঢুকে চুরির চেষ্টা করছেন। ওই রাতে তিনি ১ লক্ষ টাকা চুরি করেন। সিসিটিভিতে স্পষ্ট দেখা যায়, তাঁর কাছে ফ্ল্যাটে প্রবেশের, বেডরুমের এবং আলমারির নকল চাবি রয়েছে।
গ্রেফতারের পর অভিযুক্ত সুরেন্দ্র নিজের অপরাধ স্বীকার করেছেন। পুলিশ ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ জব্দ করেছে এবং ঘটনার অধিকতর তদন্ত শুরু করেছে।
ইএইচ/

