৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের পর্দা নামছে আজ রোববার। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ —এই স্লোগান সামনে রেখে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ১০ জানুয়ারি থেকে শুরু হয় এবারের আসর। বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের মোট ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শেষ হচ্ছে এই উৎসব।
সমাপনী দিনে রাজধানীর বিভিন্ন মিলনায়তন ও কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন ভেন্যুতে প্রদর্শিত হবে কয়েকটি আলোচিত সিনেমা।
বিজ্ঞাপন
জাতীয় জাদুঘরের, প্রধান মিলনায়তন
বিকেল ৪টায় সমাপনী আয়োজন। শেষ দিন প্রদর্শিত হবে সেরা পুরস্কার জয়ী সিনেমা। এতে সংগীত পরিবেশন করবেন আহমেদ হাসান সানি।

জাতীয় জাদুঘর, সুফিয়া কামাল মিলনায়তন
বিজ্ঞাপন
সকাল সাড়ে ১০টায় ‘পরিণাম’ (বাংলাদেশ) ‘কুপ’ (সৌদি আরব), ‘দ্য সিক্রেট’ (লিথুয়ানিয়া), ‘শব্দের ওপারে’ (বাংলাদেশ), ‘গুডবাই মাই ডোভ’ (বেলজিয়াম)
দুপুর ১টায় ‘ডোন্ট ইউ ডেয়ার ফিল্ম মি নাউ’ (যুক্তরাষ্ট্র), ‘এনালগ নেটিভস’ (জার্মানি), ‘মিসটেকস অ্যান্ড ট্রাইস’ (চিলি)।
বিকেল ৩টায় ‘নানি’ (যুক্তরাষ্ট্র), ‘তেমেতভ: দ্য ফরগটেন হিরো’ (উজবেকিস্তান), ‘হোয়্যার ইজ মাই ফাদার’ (দক্ষিণ কোরিয়া)।
বিকেল ৫টায় ‘বেহুলা দরদি’ (বাংলাদেশ)।
সন্ধ্যা সাড়ে ৭টায় ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ (বাংলাদেশ)।

শিল্পকলা একাডেমি, জাতীয় চিত্রশালা মিলনায়তন
সকাল সাড়ে ১০টায় ‘মোজার্ট ফ্রম স্পেস’ (চীন)
দুপুর ১টায় ‘হোয়াট গ্রোজ ইন থারি মাইলাস ভেজিটেবল গার্ডেন’ (নেপাল); ‘কমন পেয়ার’ (স্লোভেনিয়া); ‘ইন পারসুইট অব স্প্রিং’ (উজবেকিস্তান)।
বিকেল ৩টায় ‘দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড’ (যুক্তরাষ্ট্র)।
বিকেল ৫টায় ‘লা প্রিমিয়ার ইমেজ’ (গ্রিস), রাত্রিযাপন (ভারত)।
লাবণী পয়েন্ট, কক্সবাজার সমুদ্রসৈকত
বিকেল ৪টায় ইরানের ‘উইদাউট মি’ ও সন্ধ্যা ৬টায় বাংলাদেশের ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমাটি প্রদর্শিত হবে।
ইএইচ/

