রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিএমডব্লিউ গাড়িতে ঘোরেন জনপ্রিয় এই নির্মাতার রাঁধুনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

বিএমডব্লিউ গাড়িতে ঘোরেন জনপ্রিয় এই নির্মাতার রাঁধুনি! 

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান ঠোঁটকাটা স্বভাবের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন। সম্প্রতি পেশাগত জীবনের বাইরে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। ফারহার কনটেন্টের প্রাণ তাঁর বাড়ির রাঁধুনি দিলীপের কাণ্ড। 

সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বিলাশবহুল গাড়ি বিএমডব্লিউতে করে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ। যা দেখে নেটিজেনদের চক্ষু চড়ক গাছ। ভিডিওতে দেখা যায়, ফারহা তাঁর রাঁধুনিকে একদম হাতেনাতে ধরেছেন। পরিচালকের কোটি টাকার লাক্সারি গাড়ি থেকে নামার সময় দিলীপকে মজার ছলে জেরা শুরু করেন তিনি। ‘আমার গাড়ি নিয়ে কোথায় ঘুরে আসা হলো?’ 


বিজ্ঞাপন


লাজুক হেসে দিলীপের উত্তর, কাজ না থাকলে মাঝেমধ্যেই বিএমডব্লিউ গাড়িটা নিয়ে একটু হাওয়া খেতে যাই। রাঁধুনির এমন রাজকীয় মেজাজ আর সরল স্বীকারোক্তি দেখে হাসিতে কুপোকাত নেটিজেনরা। ভিডিওটির ক্যাপশনে ফারহা রসিকতা করে লিখেছেন, ‘যখন আমার রাঁধুনি আমার চেয়েও বেশি লাক্সারি জীবন কাটায়!’

ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের মন্তব্যে। একজ লিখেছেন, ‘এমন মালকিন পাওয়া ভাগ্যের ব্যাপার’। অন্ একজন লিখেছেন, ‘বলিউডের তারকাদের সঙ্গে তাঁদের কর্মীদের এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সচরাচর দেখা যায় না।’

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর