রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বিয়ে বাড়িতে গাইতে কত পারিশ্রমিক নেন রাহাত ফতেহ-আতিফ আসলাম?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:০০ এএম

শেয়ার করুন:

বিয়ে বাড়িতে গাইতে কত পারিশ্রমিক নেন রাহাত ফতেহ-আতিফ আসলাম?

পাকিস্তানের কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান ও আতিফ আসলাম দুইজন দুই প্রজন্মের জনপ্রিয় গায়ক। সুরের জাদুতে জনপ্রিয়তার স্রোত সাত সমুদ্র তেরো নদী পার করেছেন। তাঁদের লাইভ পারফরম্যান্স শুনতে হুমড়ি খেয়ে পড়েন সংগীতপ্রেমীরা। কিন্তু জানেন কি জনপ্রিয় দুই গায়ক লাইভ পারফরম্যান্স করতে কত পারিশ্রমিক নিয়ে থাকেন? 

পাকিস্তানে জমজমাট বিয়ের অনুষ্ঠানে গান পরিবেশন করেন আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খান। কয়েক দিন আগে পাকিস্তানি সাংবাদিক নাঈম হানিফ এই দুই গায়কের আনুমানিক পারিশ্রমিক প্রকাশ করেছেন। তার মতে, রাহাত ফতেহ আলী খান একটি বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে ১ কোটি ২৫ লাখ রুপি নেন। অন্য শহরে পারফর্ম করলে এই অঙ্ক আরও বেশি। আর আন্তর্জাতিক অনুষ্ঠানের ক্ষেত্রে তা প্রায় দ্বিগুণ হয়ে যায়। 


বিজ্ঞাপন


উল্লেখ্য, বিপিএল-২০২৫ উপলক্ষে আয়োজিত ‘বিপিএল মিউজিক ফেস্ট’-এ গান গাওয়ার জন্য রাহাত ফতেহ আলী খান প্রায় ৩ কোটি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। 

আতিফ আসলামকে বিয়ের অনুষ্ঠানে সচারচার দেখা যায় না। সাত বছর আগে মালিক রিয়াজ তার নাতির বিয়েতে গান গাওয়ার জন্য আতিফকে ১.৫ কোটি রুপির প্রস্তাব দেন। ধারণা করা হয়েছিল, প্রস্তাবটি প্রত্যাখ্যান করবেন আতিফ আসলাম। কিন্তু প্রস্তাবটি গ্রহণ করেন এই গায়ক। এরপর থেকে আতিফ আসলাম প্রতি পারফরম্যান্সে ২ থেকে আড়াই কোটি রুপি পারিশ্রমিক নেন বলে দাবি নাঈম হানিফের। 


বিজ্ঞাপন


বর্ণাঢ্য সংগীত ক্যারিয়ার রাহাত ফতেহ আলী খানের বলিউডে সুফি ও শাস্ত্রীয় সংগীতে কণ্ঠ দিয়েছেন। এরমধ্যে ‘জিয়া ধড়ক ধড়ক যায়ে’, ‘তেরো ওরে’, ‘তুম জো আয়ে’, ‘ও রে পিয়া’ ও ‘জাগ ঘুমেয়া’গানগুলো তুমুল জনপ্রিয়। অন্যদিকে আতিফ আসলামের গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো—‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’, ‘পেহলি দফা’ 

ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর