রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৭৩তম জন্মদিনের আগে অঞ্জন দত্তের আত্মজীবনী প্রকাশ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩১ এএম

শেয়ার করুন:

৭৩ জন্মদিনের আগে অঞ্জন দত্তের আত্মজীবনী প্রকাশ 

তিন দশকের বেশি সময় ধরে সুরের মূর্ছনা ছাড়াচ্ছেন, পর্দার ‘ব্যোমকেশ’ হয়ে রহস্য উন্মোচন করেছেন, আবার ক্যামেরার পেছনে দাঁড়িয়ে বানিয়েছেন কালজয়ী সব চলচ্চিত্র। জীবনের ৭২ বছর পূর্ণ করার আগে নিজের যাপিত জীবনের গল্প নিয়ে হাজির হলেন উপমহাদেশের জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। সম্প্রতি কলকাতার পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক স্টোরে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো তাঁর বহুল প্রতীক্ষিত আত্মজীবনী ‘অঞ্জন নিয়ে’। 

গত ১৫ জানুয়ারি আয়োজিত ‘বাহাত্তরে অঞ্জন’ অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন।


বিজ্ঞাপন


এই আত্মজীবনীতে অঞ্জন দত্ত তুলে ধরেছেন তাঁর জীবনের নানা অধ্যায়। কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের সঙ্গে কাজের অভিজ্ঞতার পাশাপাশি সত্যজিৎ রায়ের সাথে তাঁর অজানা ও মজার কিছু সম্পর্কের কথা উঠে এসেছে। পাশাপাশি কলকাতার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক, জার্মানিতে চাকরির অভিজ্ঞতা, পৃথিবীর নানা প্রান্তের বিখ্যাত মানুষের সঙ্গে পরিচয়ের গল্প তুলে ধরেছেন। 

এই বয়সে আত্মজীবনী লেখার কারণ জানতে চাইলে অঞ্জন দত্ত বলেন, ‘৭২ বছর শেষ করে ৭৩-এ পা রাখার সময় মনে হলো, আত্মজীবনী লেখার এটাই সঠিক সময়। পরে হলে হয়ত আর পারব না।’

তিনি আরও বলেন, ‘স্মৃতিকথা লিখতে হলে সত্যি কথাই লিখতে হয়। আমি সেই সত্যি কথাগুলোই লিখেছি। আশা করি আজকের প্রজন্মও বইটি উপভোগ করবে।’


বিজ্ঞাপন


নির্মাতা মৃণাল সেনে ও সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর সম্পর্কে তিনি বলেন, ‘মৃণাল সেনের সঙ্গে আমার সম্পর্কের কথা লোকে জানে। কিন্তু অনেকেই জানে না, সত্যজিৎ রায়ের সঙ্গেও আমার একটা অদ্ভুত, মজার সম্পর্ক ছিল।’

সবশেষে নিজের বই ও জীবনের গল্প নিয়ে অঞ্জন দত্ত বলেন, ‘এই সব কথা জানতে পারলে মানুষ আমাকে হয়ত আরও একটু ভালোভাবে চিনতে পারবে। আমার শেষ বয়সে সেই পরিচয়টাই রেখে গেলাম। আমার মনে হয়, আজকের প্রজন্মের ছেলেমেয়েদের ভালো লাগবে।’

ইএইচ/ 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর