শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দেবের নামে ডাকটিকিট চালু, উচ্ছ্বসিত অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:২১ পিএম

শেয়ার করুন:

দেবের নামে ডাকটিকিট চালু, উচ্ছ্বসিত অভিনেতা

রাজনীতির মাঠ আর ক্যামেরার সামনে সমান দাপট দেবের। কোথাও ব্যর্থতার ছোঁয়া নেই। এবার ভারতীয় ডাকটিকিটেও নায়কের মুখ। উচ্ছ্বাসে তা শেয়ার করলেন সামাজিক মাধ্যমে।

নিজের ইনস্টাগ্রামে ডাকটিকিটের ছবি প্রকাশ করেছেন দেব। যেখানে ট্রেনের ইঞ্জিনের পাশে তার মুখ জ্বলজ্বল করছে। আজ শনিবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে অনুসারীদের সঙ্গে দেব ভাগ করে নেন খবরটি।


বিজ্ঞাপন


dev

তার কথায়, আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ইন্ডিয়া পোস্টকে আমার আন্তরিক ধন্যবাদ। এখানেই অবশ্য থামেননি তিনি। এহেন সম্মান যে তার কল্পনাতীত ছিল, সেকথাও উল্লেখ করতে ভোলেননি দেব।

তিনি বলেন, “এমন সম্মানের যোগ্য বলে বিবেচিত হওয়াটা আমার কল্পনারও অতীত। একজন মানুষ হিসেবে জগনের ভালোবাসা ও বিশ্বাসের এই স্বীকৃতি আমার পরমপ্রাপ্তি। আমি চিরকৃতজ্ঞ।” এদিকে দেবের এমন প্রাপ্তিতে আনন্দে ভাসছে তার নির্বাচনী আসন ঘাটাল। ভক্তদেরও আনন্দের সীমা নেই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর