গোবিন্দ-সুনীতার ঝগড়া যেন মিটছেই না। এবার তো অভিনেতার স্ত্রী জানালেন তিনি কখনও গোবিন্দকে ক্ষমা করবেন না। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সম্প্রতি এক পডকাস্টে এসেছিলেন সুনীতা আহুজা। সেখানে গোবিন্দের পরকীয়া নিয়ে প্রশ্ন করা হয়। সুনীতা বলেন, “এরকম অনেক মেয়ে যায় আসে। কিন্তু আমি কখনও গোবিন্দকে ক্ষমা করব না। আমি কিন্তু নেপালের মেয়ে। আমি যদি খুকরি (ছোড়া) বের করি তাহলে বুঝবে আমি কী করতে পারি। অবস্থা খুব খারাপ হবে তখন। তাই বলছি সময় থাকতে শুধরে যাও। নাহলে অনেক দুর্ভোগ আছে।”
বিজ্ঞাপন
গোবিন্দর উদ্দেশে সুনীতাকে আরও বলতে শোনা যায়, “বয়স তো ৬৩ হলো এবার একটু লজ্জা কর। ছেলে মেয়ের কথা ভাব। মেয়ের টিনার বিয়ের বন্দোবস্ত কর। ছেলে যশের ক্যারিয়ারে নজর দাও।”
ছেলেকে নিয়ে গোবিন্দপত্নির ভাষ্য, “যশ গোবিন্দর ছেলে হয়ে কোনোদিনও নিজে থেকে বাবার কাছে কোনো সাহায্য চায়নি। আর বাবা হয়ে গোবিন্দাও কখনও ওর পাশে দাড়ায়নি। আমি তো একদিন মুখের ওপর সপাটে বলেই ফেলেছিলাম তুমি বাবা নাকি অন্য কিছু?”
পডকাস্টটি এখনও প্রচারে আসেনি। চলছে প্রচারণা। তার-ই অংশ হিসেবে প্রকাশ করা হয়ে প্রমো। সেখানে সুনীতাকে গোবিন্দ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেছে।

